Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Mid day Meal

মিড-ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, পার্থ বললেন যথেষ্ট নয়

কেন্দ্র জানিয়েছে, সমগ্র শিক্ষা অভিযানে গত বছরের থেকে যাওয়া ৬,২০০ কোটি টাকা এ বছর খরচ করতে পারবে রাজ্যগুলি।

পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৩:১০
Share: Save:

সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকার শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে আজ ভিডিয়ো-বৈঠক করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। পরে এক বিবৃতিতে মন্ত্রক জানায়, করোনা-সঙ্কট মোকাবিলায় গরমের ছুটিতেও পড়ুয়াদের মিড-ডে মিল কিংবা তার সমতুল খাদ্য-সুরক্ষা ভাতা দেবে কেন্দ্র। ১১.৫ কোটি পড়ুয়াকে এই সুবিধা দিতে কেন্দ্র বাড়তি ৯৫৮ কোটি টাকা ও ৩ লক্ষ টন খাদ্যশস্য জোগাবে।

যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাতে ফেসবুকে লিখেছেন “আমাদের দাবি ছিল প্রাথমিকে ছাত্র পিছু ১০ টাকা, উচ্চ প্রাথমিকে ১২ টাকা। সে জায়গায় অল্প বৃদ্ধি পেয়েছে। ৪ টাকা ৭৯ পয়সা এবং ৭ টাকা ৭৫ পয়সা।” শিক্ষামন্ত্রী আরও জানান, মিড-ডে মিলের রাঁধুনি ও সহকারীর ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর দাবি জানিয়েছিলেন তাঁরা।

কেন্দ্র জানিয়েছে, সমগ্র শিক্ষা অভিযানে গত বছরের থেকে যাওয়া ৬,২০০ কোটি টাকা এ বছর খরচ করতে পারবে রাজ্যগুলি। সেই সঙ্গে প্রথম ত্রৈমাসিকের জন্য দেওয়া হবে এককালীন ৪,৪৫০ কোটি টাকা। পার্থবাবুর বক্তব্য, বরাদ্দ গত বারের চেয়ে মাত্র ৫ শতাংশ বাড়বে।

বৈঠকে নিশঙ্ক জানান, এ বছরের জন্য যে বিকল্প শিক্ষা-নির্ঘণ্ট এনসিইআরটি তৈরি করে পাঠিয়েছে, রাজ্যগুলি তা নিজেদের সুবিধা অনুযায়ী কার্যকর করতে পারে। বোর্ড পরীক্ষার খাতা দেখার কাজ দ্রুত শুরু করা, রাজ্যের মধ্যেই সিবিএসসি-র খাতা দেখে নেওয়া এবং দোকানে এনসিইআরটি-র বইয়ের জোগানের মতো বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার সহযোগিতা চেয়েছেন তিনি। স্কুল খোলার বিষয়ে যে চূড়ান্ত সতর্কতা প্রয়োজন, মনে করিয়েছেন সে কথাও।

আরও পড়ুন: কোভিডে আক্রান্ত অফিসার, দিল্লিতে সিল করা হল নীতি-আয়োগ ভবন

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Mid day Meal Partha Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy