প্রতীক্ষার অবসান! প্রকাশিত হল ২০২৫ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজ়ামিনেশন (সিবিএসই)-এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিস্তারিত সময়সূচি। মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয় বোর্ডের তরফে।
ঘোষণা অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে পরের বছর ১৫ ফেব্রুয়ারি থেকে। দ্বাদশ শ্রেণির ১৭ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ। বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন:
সিবিএসই কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, প্রতি দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশের প্রথম পরীক্ষা শারীরশিক্ষার। সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি দেখতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।