সংসদে বিবৃতি দিচ্ছেন অমিত শাহ।
কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র সরকার। ফলে, কার্যত নতুন করে কাশ্মীরের ইতিহাস রচনার পথে মোদী সরকার। একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। দু’টি জায়গাতেই দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে।
দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের একাধিক শীর্ষনেতা গৃহবন্দি। গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। উপত্যকার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এর জেরে, উপত্যকায় কী হতে চলেছে তা নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। সেই জল্পনার অবসান ঘটল আজ।
সোমবার, সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন অমিত। সঙ্গে সঙ্গেই বিরোধীরা তুমুল হই হট্টগোল জুড়ে দেন। কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হলে, বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, জম্মু-কাশ্মীরের বিধানসভা থাকবে।
লাইভ আপডেট
• বাল ঠাকরে ও বাজপেয়ীর স্বপ্নপূরণ হল: শিবসেনা
• দেশের ইতিহাসে কালো দিন, এর মাধ্যমে দেশের অখণ্ডতা বিনষ্ট হওয়ার সূচনা হল, বললেন পি চিদম্বরম
• সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত, বললেন সুষমা স্বরাজ
• ঐতিহাসিক ভুল সংশোধন করা হল, বললেন অরুণ জেটলি
• জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বললেন ন্য়াশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা
• আশা করছি কাশ্মীরে শান্তি ফিরবে, বললেন অরবিন্দ কেজরিওয়াল
• ৩৭০ ধারা রদের প্রতিবাদে ওয়াকআউট জেডিইউ-র
• জয়প্রকাশ নারায়ণ ও রামমনোহর লোহিয়ার ঐতিহ্য বহন করছেন নীতীশ কুমার, ৩৭০ ধারা বাতিল সমর্থন করে না জেডিইউ, বললেন কেসি ত্যাগী
• ঐতিহাসিক ভুল শোধরাল মোদী সরকার, বললেন রাজ্যবর্ধন সিং রাঠৌর
• ফখরুদ্দিন আলি আহমেদের মতো কাজ করলেন রামনাথ কোবিন্দ, টুইটারে বললেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
• ভারতের গণতন্ত্রে কালো দিন, বিজেপির বেআইনি ও অসাংবিধানিক সিদ্ধান্ত, বললেন মেহবুবা মুফতি
• কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকতে পারে কেন্দ্র সরকার
• কীভাবে দেশে দু’জন প্রধানমন্ত্রী হতে পারেন, বললেন ওয়াইএসআর কংগ্রেস সাংসদ বিজয়সাই রেড্ডি
• কাশ্মীর ইস্যুতে স্বাধীনতা দিবসের আগে দিল্লি জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি
• উত্তরপ্রদেশ, ওড়িশা ও অসম থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন
• জম্মু-কাশ্মীরে আরও ৮ হাজার আধাসেনা মোতায়েন
• ৩৭০ ধারা রদকে সমর্থন করল বিএসপি
• ৩৭০ ধারা বিলোপকে সমর্থন এডিএমকে সাংসদ এ নবনীতাকৃষ্ণনের
• জম্মু-কাশ্মীর আজ সত্য়িই ভারতের অংশ হল, বললেন বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য
• কাশ্মীরের ৩টি পরিবার সুবিধা ভোগ করেছে, বললেন অমিত
• ৩৭০ ধারা কাশ্মীরকে দেশের সঙ্গে এক হতে দেয়নি, পাল্টা বললেন অমিত
• ৩৭০ ধারা বিলোপের তীব্র নিন্দা করছি, বললেন গুলাম নবি আজাদ
• বিজেপি দেশের সংবিধানকে হত্যা করছে, বললেন গুলাম নবি আজাদ
• ৩৭০ ধারা বিলোপ নিয়ে রাজ্যসভায় বিতর্ক
• সংবিধান ছেঁড়ার অপরাধে মার্শাল দিয়ে দুই পিডিপি সাংসদকে বার করে দিলেন নায়ডু
• বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে রাজ্যসভায় ডাকা হল মার্শাল
রাষ্ট্রপতির সই করা নির্দেশনামা।
• দু’টি জায়গাতেই দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে
• লাদাখও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল
• তবে, জম্মু-কাশ্মীরে বিধানসভা থাকবে
• আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পাচ্ছে জম্মু-কাশ্মীর
• অর্থাৎ তুলে নেওয়া হল জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা
• কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারার বিলোপ, বললেন অমিত শাহ
• বিরোধীদের তুমুল হই হট্টগোলের মধ্যেও নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ
• রাজ্যসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সই করা নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ
• সংসদে পেশ সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল
Watch: Union Home Minister @AmitShah moves resolution in #RajyaSabha to revoke #Article370
— PIB India (@PIB_India) August 5, 2019
Minister to address #LokSabha at 12 noon today#JammuAndKashmir #AmitShah pic.twitter.com/pArpRuow0M
কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষিতে অন্যান্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, এই আশঙ্কা থেকে সব রাজ্যকে ইতিমধ্য়েই নিরাপত্তা কঠোর করতে বলা হয়েছে। তা নিয়ে রাজ্যগুলিকে অ্যাডভাইসরিও পাঠিয়েছে কেন্দ্র সরকার। এ দিন মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আরও পড়ুন: মধ্যরাতে গৃহবন্দি মেহবুবা-ওমরেরা, কাশ্মীর জুড়ে অনির্দিষ্ট কালের কার্ফু, উদ্বেগে থমথমে উপত্যকা
উপত্যকায় যে কিছু একটা ঘটতে চলেছে, সে ইঙ্গিত অবশ্য মিলছিল ক’দিন ধরেই। অমরনাথ যাত্রা বন্ধ করে দিয়ে হঠাৎই কাশ্মীরে বাড়ানো হয়েছিল আধাসেনার বহর। সম্ভাব্য জঙ্গি হানার খবর পেয়েই কি এই ব্যবস্থা, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে সরকারের, জল্পনা তৈরি হচ্ছিল তা নিয়েই। পর্যটকদের ফেরানোও হচ্ছিল। রবিবার সন্ধ্যায় একটি সূত্রে শোনা যায়, জম্মু-কাশ্মীর পুলিশকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, সে কথা অবশ্য স্বীকার করেনি সরকার। তবে সূত্রের খবর, শোপিয়ানের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে থানা পাহারা দিচ্ছে বিএসএফ। বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ফিরিয়ে আনা হয়েছে যুব ক্রিকেটারদেরও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy