গঙ্গায় বসে 'হুক্কাপার্টি'। ছবি: টুইটার
গঙ্গা-যমুনার সঙ্গমের কাছে নৌকায় বসে ‘হুক্কা পার্টি’ করার অভিযোগে মামলা রুজু করা হল আট জনের বিরুদ্ধে। একটি ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে এই মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
কিছু দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। তাতে দেখা গিয়েছিল, নৌকায় বসে মাংস রান্না করছেন কয়েক জন। দেদারে চলছে হুক্কা সেবন। প্রয়াগরাজের এই ভিডিয়োকে ঘিরে শোরগোল শুরু হয়। তার পরেই আট জনের বিরুদ্ধে মামলা করল পুলিশ। তাঁদের সন্ধান চলছে।
In UP's Prayagraj, a video of couple of men smoking Hookah and roasting chicken while picnicking on a boat has surfaced. A police probe is underway to ascertain the identity of people seen in the video. pic.twitter.com/Ev83MAiAEj
— Piyush Rai (@Benarasiyaa) August 31, 2022
অভিযুক্তদের মধ্যে দু’জনের নাম জানতে পেরেছে পুলিশ। বাকি ছ’জনের নাম বা পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে উপাসনাস্থল কলুষিত করা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে।
৩০ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সাদা পোশাক পরা এক জন নৌকায় বসে হুক্কা টানছেন। তাঁর ঠিক পাশে বসে আর এক জন মোবাইল ঘাঁটছেন। তার পর ক্যামেরা ঘুরে গিয়েছিল ওই নৌকাতেই রাখা উনুনের দিকে। উনুনে তখন চলছিল কাবাব রান্না। অন্যান্যরাও নৌকাতে ছড়িয়ে ছিটিয়ে বসে ছিলেন। কেউ কেউ ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নেড়েছেন। আশপাশের অন্যান্য নৌকাও দেখা গিয়েছে ওই ভিডিয়োতে।
প্রয়াগরাজ পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘অভিযুক্তদের যাতে দ্রুত গ্রেফতার করা হয় আমরা সেটা দেখছি। ভিডিয়োতে হুক্কা এবং আমিষ খাবার দেখা গিয়েছে। আট জনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy