Advertisement
২৬ নভেম্বর ২০২৪

মারা গেলেন কর্নাটকী শিল্পী বালমুরলীকৃষ্ণ

প্রয়াত হলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী বালমুরলীকৃষ্ণ। চার দশকেরও বেশি সময় ধরে কর্নাটকী ধ্রুপদী সঙ্গীতকে সমৃদ্ধ করে রেখেছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন। মঙ্গলবার নিজের বাড়িতেই প্রয়াত হন এই নক্ষত্র।

বালমুরলীকৃষ্ণ

বালমুরলীকৃষ্ণ

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০১:০৫
Share: Save:

প্রয়াত হলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী বালমুরলীকৃষ্ণ। চার দশকেরও বেশি সময় ধরে কর্নাটকী ধ্রুপদী সঙ্গীতকে সমৃদ্ধ করে রেখেছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন। মঙ্গলবার নিজের বাড়িতেই প্রয়াত হন এই নক্ষত্র।

পুরো নাম মঙ্গলমপল্লি বালমুরলীকৃষ্ণ। ১৯৩০-এ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার শঙ্করগুপ্তমে জন্ম। খুব ছোটবেলাতেই মাকে হারান। বাবার হাত ধরে সঙ্গীতের হাতেখড়ি। বাঁশি, বেহালা এ সব শুনতে শুনতেই কৈশোরে পা রেখেছেন তিনি। মা ভাল বীণা বাজাতে পারতেন। ছেলের সঙ্গীতের প্রতি টান বুঝতে পেরে তাঁকে গানের স্কুলে ভর্তি করে দেন বাবা।

মাত্র ১৫ বছর বয়সেই কর্নাটকী সঙ্গীতের বিভিন্ন রাগে রপ্ত হয়ে ওঠেন বালমুরলী। তবে শুধু ধ্রপদী সঙ্গীতই নয়, একই সঙ্গে সমসাময়িক গানেও সমান স্বচ্ছন্দ্য ছিলেন তিনি। একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। দিয়েছেন অজস্র সুর। শুধু তামিলেই নয়, তেলুগু, সংস্কৃত, কন্নড়-সহ নানা ভাষার গানেও দিয়েছেন সুর। অন্তত ২৫ হাজার অনুষ্ঠান করেছেন। যুগলবন্দী করেছেন ধ্রুপদী সঙ্গীতের একাধিক প্রখ্যাত শিল্পীদের সঙ্গে। কে নেই সেই তালিকায়! পণ্ডিত ভীমসেন জোশী থেকে কিশোরী আমোনকার, উস্তাদ হরিপ্রসাদ চৌরাসিয়া থেকে পণ্ডিত যশরাজ, উস্তাদ জাকির হুসেন। গেয়েছেন রবীন্দ্রসঙ্গীতও।

গানের পাশাপাশি বেশ কিছু তামিল ও তেলুগু সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। ১৯৬৭ সালে ‘ভক্ত প্রহ্লাদ’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন বালমুরলী। পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ-সহ নানা সম্মান। ১৯৭৬ সালে ‘হংসগীত’ ছবিতে এবং ১৯৮৭ সালে ‘মাধবাচার্য্য’ সিনেমায় সুর দিয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কারে। পেয়েছেন বেশ কিছু রাজ্য পুরস্কারও।

দূরদর্শনের জনপ্রিয় ‘মিলে সুর মেরা তুমহারা’ গানে গলা মেলাতে দেখা গিয়েছিল বালমুরলীকে। সেখানে ওই গানটির তামিল অংশটি গেয়েছিলেন তিনি।

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীতমহল। শুধু কর্নাটকী শাস্ত্রীয় সঙ্গীতেই নয়, বালমুরলীকে হারিয়ে বিশ্ব সঙ্গীত হারাল এক অসাধারণ প্রতিভাকে।

অন্য বিষয়গুলি:

M Balamuralikrishna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy