গাড়ি থেকে মহিলাকে উদ্ধারের চেষ্টা। ছবি: সংগৃহীত।
প্রবল বৃষ্টিতে আচমকা হড়পা বানে চালক-সহ নদীতে ভেসে গেল গাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলায়। বহু ক্ষণের চেষ্টায় মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই পঞ্চকুলায় প্রবল বৃষ্টি হচ্ছে। এক মহিলা খড়ক মঙ্গোলি এলাকায় নদীর ধারে তাঁর গাড়ি পার্ক করাচ্ছিলেন। সেই সময় আচমকাই হড়পা বান চলে আসে। জলের তোড়ে মহিলা-সহ গাড়িটি গিয়ে পড়ে নদীতে। বৃষ্টির কারণে নদীও ফুলেফেঁপে রয়েছে। তার সঙ্গে জলের টান। ফলে গাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায়।
Haryana's Panchkula where car washed away pic.twitter.com/i4Ix7klGT9
— Charanjit Singh (@SinghCharanjit_) June 25, 2023
স্থানীয়রাই বিষয়টি লক্ষ করেন। নদীতে গাড়ি ভাসতে দেখে তাঁরা দড়ির সাহায্যে একে অপরকে ধরাধরি করে মহিলার কাছে পৌঁছন। গাড়ি থেকে তাঁকে বার করেন। খবর দেওয়া হয়েছিল দমকলেও। কিন্তু তার আগেই মহিলাকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে গাড়িটিকে উদ্ধার করা যায়নি তখনই। গাড়িটি নদী থেকে তোলার জন্য ক্রেন আনা হয়।
Today morning at Panchkula. a woman came to immerse in river ghaggar and parked the car near the river and was swept away by a sudden flow under the majri bridge . Rescued with the help of our save ghaggar volunteer Arjun n his team & the police . @saveghaggar @replyakhil pic.twitter.com/dyyFboEAAL
— Mohit Gupta (@mohitgupta1962) June 25, 2023
অসমর্থিত সূত্রে খবর, নদীতে কিছু একটা ফেলতে এসেছিলেন মহিলা। নদীর ধারে গাড়িটি পার্ক করেছিলেন। সেই সময়ই হড়পা বানে নদীতে পড়ে যায় গাড়িটি। বেশ কিছু দূর ভেসে যাওয়ার পর মাজরি সেতুর কাছ থেকে মহিলাকে উদ্ধার করা হয়। সেই ঘটনার কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy