স্টিয়ারিংয়ে ১৫ বছরের কিশোর। মুহূর্তের অসাবধানতায় সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৮ মাসের এক শিশুর। শনিবার উত্তর দিল্লির আলিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই কিশোর ও তার দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার সকালে আলিপুরের মখমলপুরের ফিরনি রো়ডে ঘটনাটি ঘটে। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পুলিশের কাছে খবর আসে যে, ফিরনি রোডের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১৮ মাস বয়সের এক শিশুর। শিশুটির কাকা প্রদীপ কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শিশুটির নাম অর্জুন। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মাথায় গুরুতর চোটের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। তার দেহ ময়নাতদন্তের জন্য জহাঙ্গীরপুরীর এক হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়। তদন্তে জানা যায়, সেই সময় গাড়িটি চালাচ্ছিল ১৫ বছরের এক কিশোর। ওই কিশোরকে আটক করা হয়েছে। সঙ্গে কিশোরের দাদাকেও গ্রেফতার করা হয়েছে, তাঁর নামেই ওই গাড়িটি নথিভুক্ত ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।