গভীর রাতে দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। জাতীয় সড়কে সোজা গিয়ে সেটি ধাক্কা মারে ট্রাকে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। আহত আরও দুই। সোমবার গভীর রাতে বরোদা থেকে অহমদাবাদ যাচ্ছিল গাড়িটি। তখনই বিপত্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অহমদাবাদ টোল প্লাজ়া থেকে মাত্র ৫০০ মিটার দূরে হয়েছে এই দুর্ঘটনা। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, দুরন্ত গতিতে ছোটার সময় গাড়িটি মাঝের লেনে চলে আসে। তখনই ধাক্কা দেয় ট্রাকটিকে। প্রাণ যায় চালক গণপতলাল জৈন এবং তাঁর স্ত্রী ঊষা জৈনের। গণপতের বয়স ৩৬ বছর। ঊষার বয়স ৩৪ বছর। গাড়িতে ছিল তাঁদের ১২ বছরের কন্যা এবং সাত বছরের পুত্র। তারা আহত হয়েছে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। সাত বছরের শিশুটির আঘাত সামান্য। সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, আইন মেনে বেশি গতিতে গাড়ি ছোটানোর জন্য মৃত গণপতের নামে এফআইআর করা হচ্ছে। গাড়িটি খারাপ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।