সমস্ত রাস্তা খোলা আছে বলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সময় বলেছিলেন অমরেন্দ্র সিংহ। তার কয়েক দিনের মধ্যেই তিনি দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন। ফলে তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা আরও গতি পেয়েছে। যদিও বুধবার সন্ধ্যায় অমিতের দিল্লির বাসভবনে ঢোকার মুখে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই জবাব দেননি অমরেন্দ্র।
#WATCH | Former Punjab CM and Congress leader Captain Amarinder Singh reaches the residence of Union Home Minister Amit Shah in New Delhi pic.twitter.com/787frIaou7
— ANI (@ANI) September 29, 2021
পঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, অমিতের সঙ্গে অমরেন্দ্রর দেখা নেহাতই ‘সৌজন্য সাক্ষাৎ’। মঙ্গলবার অমরেন্দ্রর উপদেষ্টা রবীন ঠুকরাল বলেছিলেন, ‘‘ক্যাপ্টেনের দিল্লি সফর নিয়ে প্রচুর গুজব ছড়িয়েছে। কিন্তু সবার অবগতির জন্য জানাচ্ছি, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সফরে দিল্লি গিয়েছেন।’’
গত ১৮ সেপ্টেম্বর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কংগ্রেসের অমরেন্দ্র। তার পর থেকেই পঞ্জাব কংগ্রেসের অন্দরে চলছে টানাপড়েন। পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিংহ সিধুও ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেই আবহে অমরেন্দ্রর অমিত-সাক্ষাৎ নতুন জল্পনা তৈরি করেছে।