ডাক্তারি পড়ুয়াদের জন্য মেডিক্যাল কলেজগুলিতে আরও আসন বৃদ্ধি করা হবে। আগামী বছরের মধ্যে দেশব্যাপী ১০ হাজার আসন বৃদ্ধি হবে মেডিক্যাল কলেজগুলিতে। শনিবার বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী পাঁচ বছরে মেডিক্যালে ৭৫ হাজার আসনবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় ক্যানসার রোগীদের জন্য চিকিৎসাকেন্দ্র খোলা হবে বলেও জানান তিনি। বাজেট পেশের সময়ে নির্মলা জানান, আগামী তিন বছরে ২০০টি ‘ডে কেয়ার ক্যানসার সেন্টার’ নির্মিত হবে।
এ বছরের কেন্দ্রীয় বাজেটে ওষুধের দাম কমবে কি না, সে দিকেও নজর ছিল দেশবাসীর। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সেই আকাঙক্ষা কিছুটা হলেও পূরণের দিশা দেখাল নির্মলার বাজেট। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ ছাড়া ৬টি জীবনদায়ী ওষুধের উপরে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মলা জানান, ক্যানসার আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।
গত তিন বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১ লক্ষের বেশি আসন বৃদ্ধি করেছে কেন্দ্র। আগামী বছরে তা আরও ১৩০ শতাংশ বর্ধিত করে ১০ হাজার আসন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তা ছাড়া বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদেরও ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র আওতায় নিয়ে আসা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এর ফলে দেশের প্রায় ১ কোটি চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন:
শনিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। সকালে সংসদে যাওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি। বাজেট পেশের সময়ে নির্মলা বলেন, “সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি।’’ এ বারের বাজেটে মধ্যবিত্তদের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।