বাইকচালককে মারধরের অভিযোগ বাসচালকের বিরুদ্ধে। ছবি: টুইটার।
এক বাইকচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সরকারি এক বাসচালকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কাতে। একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসের ভিতরে গালিগালাজ করতে করতে এক যুবককে মারধর করছেন খাকি পোশাক পরা এক ব্যক্তি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। দাবি করা হচ্ছে, খাকি পোশাক পরা ওই ব্যক্তি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি)-এর বাসচালক আনন্দ পিবি। আক্রান্ত যুবকের নাম সন্দীপ বনিফেস। বাসচালকের হামলায় সন্দীপ আহত হয়েছেন বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
স্ত্রীকে নিয়ে বাইক চালাচ্ছিলেন সন্দীপ। তাঁর দাবি, সেই সময় দু’টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। একটি বাস আর একটিকে বার বার ওভারটেক করার চেষ্টা করছিল। দু’টি বাসের মধ্যে একটি ছিল তাঁর বাইকের সামনে, অন্যটি পিছনে। পুত্তেনাহালির কাছে পিছনের বাসটিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য হাত দিয়ে সঙ্কেত দিয়েছিলেন সন্দীপ। কিন্তু সেটি নাকি আপত্তিজনক ইঙ্গিত ছিল বলে দাবি বাসচালকের। এর পরই চালক বাস থামিয়ে নেমে আসেন। আভিযোগ, তার পরই সন্দীপকে মারধর করতে শুরু করেন। সন্দীপের কান ফেটে রক্ত ঝরছিল।
Road Rage in #Bengaluru: A #biker was #assaulted by a #BMTC #bus driver for being in the way while overtaking another bus in #Yelahanka.
— Rakesh Prakash (@rakeshprakash1) November 24, 2022
The driver, who alleged he was shown the middle-finger by the biker, has been suspended. @NammaBengaluroo @WFRising pic.twitter.com/9lLVFhPvZK
আরও অভিযোগ, সন্দীপের বাইকের চাবি কেড়ে নেন বাসচালক। তার পর তাঁকে টানতে টানতে বাসের ভিতরে নিয়ে গিয়ে বেধড়ক মারেন। তার পর তাঁকে বাস ডিপোতে নিয়ে যান জোর করে। সন্দীপের বন্ধুরা ঘটানাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করেন। এর পরই ওই চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কেন সন্দীপ। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএমটিসি। সাসপেন্ড করা হয়েছে চালককে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy