আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর উল্টে পড়ে আছে গুজরাতগামী বাসটি। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের এটাওয়াহতে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর বাস দুর্ঘটনা। অন্তত ৩০ জন বাসযাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
#WATCH | Uttar Pradesh: Several people got injured after the bus they were travelling in overturned in Etawah's Agra–Lucknow Expressway today. The injured have been admitted to hospital.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 22, 2023
More details awaited. pic.twitter.com/XZViwkZXiQ
উত্তরপ্রদেশের শ্রাবস্তি থেকে বাসটি রওনা দিয়েছিল গুজরাত যাওয়ার উদ্দেশে। এটাওয়ার কাছে আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরে আচমকাই বাসটি উল্টে যায়। আহত হন অন্তত ৩০ জন বাসযাত্রী। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। সার্কল অফিসার নগেন্দ্রকুমার চৌবে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘শ্রাবস্তি থেকে গুজরাত যাচ্ছিল বাসটি। বাসে ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৩০ জন আহত হয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। সকলকেই সাইফাই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। খুব সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার জেরেই দুর্ঘটনা।’’
তবে সত্যিই চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। বাসে যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনার কথাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy