Advertisement
E-Paper

অহমদাবাদে বুলেট ট্রেনের লাইনের উপর ভেঙে পড়ল ক্রেন! একাধিক ট্রেনের সময়সূচি বদল

দুর্ঘটনার জেরে অন্তত ৫১টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভেঙে পড়ল ক্রেন।

ভেঙে পড়ল ক্রেন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৩
Share
Save

অহমদাবাদে চলছিল বুলেট ট্রেনের লাইনের দু’টি স্তম্ভের মাঝে কংক্রিটের কাঠামো বসানোর কাজ। তখনই রেললাইনের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ক্রেন। রবিবার রাতের ওই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও এর জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। অহমদাবাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী বহু ট্রেন বাতিল হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে।

রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে অন্তত ৫১টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অহমদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (এএফইএস) সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ভাটভা রোডে দ্রুত গতির বুলেট ট্রেন প্রকল্পের দু’টি স্তম্ভের মাঝে একটি কংক্রিটের স্ল্যাব বসানোর ক্রেন ভেঙে পড়ে।

সোমবার সকালে বিবৃতি দিয়ে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)। বিবৃতিতে বলা হয়েছে, “২৩ মার্চ রাত ১১টার আগে অহমদাবাদের কাছে ভাটভায় রেললাইনে কংক্রিটের স্ল্যাব বসানোর জন্য ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে। এর ফলে আশপাশের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এনএইচএসআরসিএল-এর ঊর্ধ্বতন আধিকারিকেরা। তবে জানা গিয়েছে, দুর্ঘটনায় মূল নির্মাণকাঠামোর কোনও ক্ষতি হয়নি। তবে পশ্চিম রেলওয়ের অহমদাবাদ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ৫১টিরও বেশি ট্রেনের সময়সূচি প্রভাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্ণবতী এক্সপ্রেস, গুজরাত কুইন, গুজরাত এক্সপ্রেস এবং বেশ কিছু ইন্টারসিটি এক্সপ্রেস-সহ মোট ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে। আংশিক ভাবে বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে শতাব্দী এক্সপ্রেস, মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস, সবরমতী এক্সপ্রেস এবং শান্তি এক্সপ্রেস। এ ছাড়া, হাওড়া এক্সপ্রেস-সহ পাঁচটি ট্রেনের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। গতিপথ পরিবর্তন করা হয়েছে ওখা-গোরখপুর এক্সপ্রেস-সহ আরও ছয়টি ট্রেনের।

Ahmedabad Railway Track Crane Crash Bullet Train

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}