Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Budget 2019

লক্ষ্য ৫ লক্ষ কোটির অর্থনীতি, নেই সংস্কারের সাহসী পদক্ষেপ, এক নজরে বাজেট

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০৯:৫০
Share: Save:

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটাই পূর্ণাঙ্গ বাজেট।

৭২ বছরের ইতিহাস ভেঙে, লাল ব্রিফকেস ছাড়াই এ বার বাজেট নিয়ে এলেন নির্মলা। সংসদে একটি লাল ফাইল নিয়ে ঢোকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, এ বছরই তিন লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে দেশের প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুত্। পৌঁছে যাবে দূষণমুক্ত জ্বালানিও।

এক নজরে বাজেট

• সুষ্ঠুভাবে বাজেট পেশের প্রক্রিয়া শেষ করার জন্য সমস্ত সাংসদকেও ধন্যবাদ জানালেন অধ্যক্ষ

• দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশ করার জন্য অভিনন্দন জানালেন স্পিকার ওম বিড়লা

• ২ ঘণ্টা ১৫ মিনিটের বাজেট বক্তব্য শেষ করলেন নির্মলা সীতারামন

• আর্থিক ঘাটতি এ বার ৩.৪ শতাংশ থেকে কমে ৩.৩ শতাংশ

• বিস্তারিত বাজেটে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে

• নির্দিষ্ট করে কোন প্রকল্পে কত বরাদ্দ করা হয়েছে, সেটা আমি উল্লেখ করিনি

• এই সব মামলা ও সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে

• জিএসটি ২ বছর সম্পূর্ণ করেছে, কিন্তু উদ্বেগের বিষয় এখনও জিএসটি চালু হওয়ার আগের অনেক মামলা ঝুলে রয়েছে

• ইলেকট্রনিক পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে এক্সাইজ ডিউটি কমানো হয়েছে

• আমদানি করা বইয়ের উপর ৫ শতাংশ শুল্ক ধার্য করা হবে, দেশীয় উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতে এই উদ্যোগ

• বেশ কিছু ক্ষেত্রে জিএসটির হার কমেছে, ৯২ হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে

• পরোক্ষ কর ক্ষেত্রে জিএসটি একটি ঐতিহাসিক পদক্ষেপ

• নগদে ব্যবসায়িক লেনদেন কমাতে ব্যাঙ্ক থেকে বছরে এক কোটি টাকার বেশি নগদ তুললে ২ শতাংশ লেভি ধার্য করা হবে

• ই-অ্যাসেসমেন্ট-এর ক্ষেত্রে করদাতাকে কোনও ভোগান্তি বা হয়রানির শিকার হতে হবে না

• যাঁদের প্যান কার্ড নেই, তাঁরা আয়কর জমা দেওয়ার জন্য আধার নম্বরও ব্যবহার করতে পারবেন

• নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি আমাদের দেশের অর্থনীতিতে বড় ভুমিকা রয়েছে

• ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ি কেনার উপর ৩.৫ লক্ষ টাকা ঋণের সুদের উপর কর ছাড় পাবেন

• স্টার্ট আপের জন্য দেওয়া তথ্যের উপর কোনও আয়কর তদন্ত হবে না

• ইলেকট্রিক গাড়ি কিনলে আড়াই লক্ষ টাকা ঋণের উপর বিশেষ কর ছাড় পাবেন

• ২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর সংগ্রহ হয়েছে ১১.৩৭ লক্ষ কোটি টাকা

• সেই কর হার অপরিবর্তিত থাকছে

• শুধুমাত্র ৫ লক্ষের বেশি আয় হলেই কর দিতে হয়, সেই নিয়ম অপরিবর্তিত

• ১ লক্ষ ৫০০০ কোটি টাকা বিলগ্নিকরণের প্রস্তাব

• এর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে

• আগামী ৫ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার

• অনলাইন হোম লোন, ডোর টু ডোর পরিষেবায় জোর দেওয়া হবে

• সরকারি ব্যাঙ্কগুলিকে ৭০ হাজার কোটি টাকা দেওয়া হবে

• নন পারফর্মিং অ্যাসেট কমেছে ১ লক্ষ কোটি

• তাঁদের জন্য পেটেন্ট এবং জিওগ্রাফিক ইন্ডিকেশন দেওয়া হবে

• সৃজনশীল শিল্পী ও কারিগরদের জন্য বিশেষ প্রকল্প আনবে সরকার

• সাম্প্রতিক ভোটে মহিলাদের ভোটদানের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে

• আমি একটি কমিটি গঠনের প্রস্তাব দিচ্ছি, যা মহিলাদের এই কাজের মূল্যায়ন, সাহায্য উন্নয়নে সাহায্য করবে

• মহিলাদের ভুমিকা ও সুবিধা দিতে বদ্ধপরিকর এই সরকার

• গ্রামীণ অর্থব্যবস্থায় মহিলাদের ভুমিকা অপরিসীম

• এই মন্ত্রেই বিশ্বাসী ভারত সরকার

• মহিলাদের উন্নতি ছাড়া বিশ্বের উন্নয়ন সম্ভব নয়, বলেছিলেন স্বামী বিবেকানন্দ

• ‘নারী থেকে নারায়ণী’— মহিলাদের উন্নয়নে স্লোগান সীতারামনের

• ভারতীয় পাসপোর্টধারীদের অনাবাসী ভারতীয়দের জন্য আধারকার্ড দেওয়া হবে

• সৌরবাতি ও সৌরবিদ্যুৎ তৈরিতে উৎসাহ দেবে সরকার

• এর ফলে প্রতি বছর ১৮৩৪১ কোটি টাকা সাশ্রয় হচ্ছে দেশের

• ৩৫ কোটি এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে উজ্জ্বলা যোজনায়, এতে খরচ কমেছে

• ৬০ বছর বয়সের পর অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মাসে ৩০০০ টাকা পেনশনের ব্যবস্থা করেছে সরকার

• এই সরকার ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’-এ বিশ্বাসী

• তফশিলি জাতি ও উপজাতিদের জন্য স্টার্ট-আপে বিশেষ সুবিধা দেওয়া হবে

• ব্যবসায় উৎসাহ দিতে ব্যাঙ্কগুলি যথাসাধ্য আর্থিক সাহায্য করবে

• এতে নতুন ব্যবসায়ীদের উৎসাহ বাড়বে, নানা ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ বাড়বে, নিজেদের ব্যবসা বাড়াতেও সহায়ক হবে

• শুধুমাত্র স্টার্ট-আপ ব্যবসার জন্য আমরা দূরদর্শনে টেলিভিশন প্রোগ্রাম শুরু করতে চাই আমরা

• ন্যাশনাল স্পোর্টস এডুকেশন বোর্ড তৈরি করা হবে, সমস্ত রকম খেলাধুলোয় উৎসাহ দিতে ও আর্থিক সাহায্য দিতে বোর্ড কাজ করবে

• উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভারতের বিরাট সুযোগ রয়েছে, বিদেশি ছাত্রদের দেশে টানতে উৎসাহ বাড়ানো হবে

• বিভিন্ন গবেষণায় অনুদান ও অন্যান্য ক্ষেত্রে সমন্বয় আনতে এই এনআরএফ তৈরির প্রস্তাব দেওয়া হচ্ছে

• ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরির প্রস্তাব

• সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে মেট্রো রেলের পরিকাঠামো তৈরি করা হবে

• মহাত্মা গাঁধীর জীবনী, আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে ‘গান্ধীপিডিয়া’

• ২০১৯ সালের ২ অক্টোবরের মধ্যে খোলা শৌচালয় মুক্ত দেশ গড়ার লক্ষ্য

• ৯৫ শতাংশ শহর খোলা শৌচালয় মুক্ত হয়েছে দেশে

• শহরাঞ্চলে ২৪ লক্ষ বাসস্থান তৈরি করে হস্তান্তর করা হয়েছে

• গ্রাম থেকে শহরের দিকে চলে আসার প্রবণতার জন্য পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ

• এই সরকার মনে করে দ্রুত শহরায়ন একটা বড় চ্যালেঞ্জ

• প্রতিটি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে

• আগামী পাঁচ বছরে ১২৫০০ কিলোমিটার রাস্তা তৈরিতে ৮০ হাজার ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে

• ৯.৬ কোটি টয়লেট তৈরি করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে

• ২০২৪ সালের মধ্যে প্রতি বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া হবে

• এর জন্য ‘ঘর ঘর জল’ প্রকল্প শুরু করা হবে

• বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ের মাধ্যমে এই প্রকল্প সফল করা হবে

• সব ভারতবাসীর জন্য বিশুদ্ধ জল সরবরাহ করতে বদ্ধপরিকর সরকার

• ব্যবসা সরলীকরণের সুবিধা কৃষকদেরও পাওয়া উচিত

• ডাল উৎপাদনে কৃষকরা বিপ্লব নিয়ে এসেছেন, তৈলবীজ ক্ষেত্রেও তাঁরা এই সাফল্য পাবেন বলে আমরা আশাবাদী

• দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণে উৎসাহ দেওয়া হবে

• সরকারি-বেসরকারি উদ্যোগে এই বিনিয়োগ বাড়ানো হবে

• কৃষি পরিকাঠামোয় আমরা ব্যাপক হারে বিনিয়োগ করব

• প্রথমে ৩১৪ দিনে এই বাড়িগুলি তৈরি সম্পূর্ণ করা হত, এখন সেটা কমে দাঁড়িয়ে ১১৪ দিনে

• আরও ১.৯৫ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হবে

• দেড় কোটি গ্রামীণ বাড়ি তৈরি করা হয়েছে গত পাঁচ বছরে

• কেউ না নিতে চাইলে সেটা আলাদা বিষয়

• প্রতিটি গ্রামের প্রতিটি গ্রামে ২০২২ সালে বিদ্যুৎ ও দূষণহীন জ্বালানি পৌঁছে দেওয়া হবে

• ৭ কোটি নতুন গ্যাস কানেকশন দেওয়া হয়েছে উজ্জ্বলা যোজনায়

• গ্রাম-গরিব-কৃষক, আমাদের সরকারের প্রতিটি প্রকল্পে এই লক্ষ্যই থাকে আমাদের সরকারের

• মহাত্মা গাঁধী বলেছিলেন, গ্রামেই ভারতের আত্মা বাস করে

• দেশের গ্রামীন অংশের উন্নয়নে জোর দিয়েছে সরকার

• রেলের পরিকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কাজ করা হবে

• বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারীদের নিয়ে প্রতি বছর একটি বাণিজ্য সম্মেলণ করা হবে

• ভারত বিদেশি বিনিয়োগের স্বর্গরাজ্য করে তুলতে বদ্ধ পরিকর সরকার

• আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও ভারতে বিদেশি বিনিয়োগ বেড়েছে

• কেওয়াইসি পদ্ধতিকে আরও সহজ করা হবে

• প্রধানমন্ত্রী কর্মযোগী প্রকল্পের ঘোষণা

• ‘ভারতমালা’ ‘সাগরমালা’ প্রকল্পের মাধ্যমে শহর-গ্রামের ব্যবধান কমানোর পরিকল্পনা

• ২০১৮ থেকে ৩০ এর মধ্যে রেলের জন্য ৫০ লক্ষ কোটি টাকা প্রয়োজন আমরা সরকারি-বেসরকারি উদ্যোগের পরিকল্পনা করেছি

• বিমান পরিবহণ ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে

• অসামরিক বিমান পরিবহণে ভারতে বিপুল বাণিজ্যের সুযোগ রয়েছে

• সরকারি যানবাহনে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট কার্ড তৈরি হবে

• এতে ৩ কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন

• এই ঋণের জন্য মাত্র ২ শতাংশ সুদ দিতে হবে এই সেব সংস্থাকে

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সরকার ১ কোটি টাকা পর্যন্ত ঋণের বন্দোবস্ত করা হয়েছে

• সাধ্যের মধ্যে বাড়ি তৈরিতে জোর দেওয়া হবে

• আধুনিক বাড়িভাড়া আইন আনা হবে

• ফরাক্কা ও হলদিয়ায় নেভিগেশন গেট তৈরি করা হবে

• নতুন ৩০০ কিলোমিটার মেট্রো লাইন তৈরির লক্ষ্যে এগনো হবে

• ব্যক্তিগত এবং গণ পরিবহণে এই ব্যাটারি চালিত বা ইলেকট্রিক যান ব্যবহারে জোর দেওয়া হবে

• ইলেকট্রিক যানবাহন তৈরিতে উৎসাহ দেওয়া হবে

• দেশকে মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড় করানোই লক্ষ্য

• শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য এই পরিকাঠামো নির্মাণ ব্যাপক সহায়ক হয়েছে

• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জল মার্গ বিকাশ, ফ্রেট করিডর তৈরি হয়েছে

• ১ লক্ষ কোটির অর্থনীতিতে পৌঁছতেই ভারতের ৫০ বছরেরও বেশি সময় লেগেছে

• চাঁদে পৌঁছনোর দিকে এগোচ্ছে ভারত

• মহিলাদের সম্ভ্রম ও সম্মান বেড়েছে বাড়ি বাড়ি শৌচালয় তৈরির মাধ্যমে

• গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে

• ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির লক্ষ্য রেখে এগোচ্ছি আমরা

• ন্যূনতম সরকার, সর্বোত্তম পরিষেবা, এটাই ছিল আমাদের লক্ষ্য

• ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা সব ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে

• এখন এই অর্থনীতি ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের (তিন লক্ষ কোটি) অর্থনীতি, যা সারা বিশ্বে তৃতীয়

• আমরা যখন ২০১৪ সালে সরকার গঠন করেছিলাম, তখন ছিল ১.৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি ছিল

• খাদ্য নিরাপত্তায় বাজেট বরাদ্দ তিন গুণ বৃ্দ্ধি পেয়েছে

• নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম সরকার ব্যাপক সাফল্যের সঙ্গে কাজ করেছে

• ভোটে স্পষ্ট মতামত দিয়েছেন দেশবাসী

• সম্প্রতি শেষ হওয়া লোকসভা ভোটে ব্যাপক হারে মানুষ ভোট দিয়েছেন

• সংসদে বাজেট বক্তৃতা শুরু করলেন নির্মলা সীতারামণ

• সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• প্রথা ভেঙে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে ব্রিফকেসের পরিবর্তে লাল ব্যাগ।

• সংসদে পৌঁছলেন নির্মলা সীতারামন।

অন্য বিষয়গুলি:

Budget 2019 Union Budget Nirmala Sitharaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy