উদ্ভূত পরিস্থিতিতে অটারী-ওয়াঘা সীমান্তে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানে বদল আনল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাকিস্তানি বাহিনীর জওয়ানের সঙ্গে আর করমর্দন করবেন না বিএসএফের জওয়ান। বৃহস্পতিবার বিকেলে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএসএফ-এর পঞ্জাব ফ্রন্টিয়ার। ওই অনুষ্ঠানের সময়ে এত দিন সীমান্ত ফটক খুলে রাখা হত। বিএসএফ জানিয়েছে, এ বার থেকে বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময় সীমান্ত ফটক বন্ধই রাখা হবে।
গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা। ওই হামলার দায়স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, ওই হামলায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। মঙ্গলবারের ওই হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি। অটারী সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধও করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১ মে’র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানিদের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ‘সার্ক’ ভিসাও।
আরও পড়ুন:
ভারতের এই সিদ্ধান্তের পরই পাকিস্তানও পাল্টা এক গুচ্ছ সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়ানসংস্থার বিমানের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে ভারতের সঙ্গে সব বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। পহেলগাঁওকাণ্ড ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বৃহস্পতিবার বিএসএফের এক জওয়ানকে আটক করে পাকিস্তানি বাহিনী। বিএসএফ সূত্রে খবর, ভুল করে তিনি পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে প্রবেশ করে গিয়েছিলেন। তখনই তাঁকে আটক করা হয়। তাঁকে দেশে ফেরাতে ফ্ল্যাগ মিটিংয়ের বসেছে সীমান্তরক্ষী বাহিনী।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৯:২৭
জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে -
মোদি, রাজনাথের মুখে পরমাণু হুমকি প্রসঙ্গ, বিদেশ সচিব জানালেন হুমকি দেয়নি পাকিস্তান
-
‘১৭ বছর ধরে ভারতে কাজ করছি, আমরা তো ভারতীয়ই’! কোর্টে তুরস্কের সংস্থা, কী যুক্তি কেন্দ্রের
-
‘অপারেশন সিঁদুরে’র প্রাণ— চোখে চোখ রেখে বদলা, পাকিস্তানি সেনাদের মেরে ঘাঁটি গুঁড়িয়েছে পুঞ্চ ব্রিগেড
-
‘আমি ওর সঙ্গে কাশ্মীরেও গিয়েছি’ কলকাতার বন্ধু সৌমিত কী জানালেন জ্যোতির সফর নিয়ে