যৌথ অভিযানে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
সেনা ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-সহ ধরা পড়ল ‘ইউনাইটেড গোর্খা পিপলস অর্গানাইজেশন’ (ইউজিপিও) নামের একটি সংগঠনের পাঁচ জন সদস্য। শনিবার রাতে কোকরাঝাড়ের মতিঝরা মহামায়া সংরক্ষিত জঙ্গল লাগোয়া গ্রাম থেকে তাদের ধরা হয়।
রাগত দীপিকা
বলিউডে ধীরস্থির বলেই পরিচিত তিনি। কিন্তু বাঁধ ভাঙল তাঁরও। ভারতের প্রথম সারির একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিলেন দীপিকা পাডুকোন। যা নিয়ে রবিবার দিনভর সরগরম রইল নেট দুনিয়া। গত বছর তাঁর অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা। সেই অনুষ্ঠানের একটি ছবি নতুন করে ছেপেছে কাগজটি। ছবিতে ‘জুম’ করে দীপিকার বক্ষদেশকে তুলে ধরা হয়েছে। তাতেই অসম্মানিত বোধ করেছেন দীপিকা। টুইটারে তিনি লিখেছেন, “আমি এক জন মেয়ে। আমার বুকের খাঁজ আছে। তাতে সমস্যাটা কী? প্রথম সারির সংবাদপত্রে খবরের এই ছিরি!” দীপিকার বক্তব্য, মহিলাদের যারা সম্মান করতে পারে না, তাদের মুখে নারীর ক্ষমতায়নের কথা মানায় না। এ দিন এক ঘণ্টার মধ্যে দেড় হাজারের বেশি টুইট জমা পড়ে দীপিকার সমর্থনে। পরে তাঁর নতুন ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’র পরিচালক হোমি আদাজানিয়া, কর্ণ জোহর, প্রিয়ঙ্কা চোপড়ারাও দীপিকার পাশে দাঁড়িয়ে সরব হন।
হত কনস্টেবল
রাজ্যসভার কংগ্রেস সাংসদ সঞ্জয় সিংহের ছেলে অনন্ত বিক্রম সিংহের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রবিবার খুন হলেন এক পুলিশ কনস্টেবল। আহতের সংখ্যা ছয়। অমেঠীতে সিংহদের পৈতৃক বাড়ি নিয়ে বাবা-ছেলের পারিবারিক বিবাদের জেরেই এই সংঘর্ষ।
চা বাগানে গ্রেনেড
চা বাগানের ম্যানেজারের দফতরে জঙ্গিদের গ্রেনেড হামলায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। জখম ম্যানেজার ও সহকারী ম্যানেজার। গত রাতে ৮টা নাগাদ দরং জেলার দলগাঁও এলাকার বরগরা চা বাগানে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিজের অফিসে কমলচন্দ্র জৈন নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করছিলেন বাগানের ম্যানেজার। সেখানে ছিলেন সহকারী ম্যানেজারও। তখনই দু’টি মোটরসাইকেলে ৪ জন জঙ্গি দফতরের সামনে যায়। অফিসের ভিতরে একটি গ্রেনেড ছুঁড়ে দিয়েই পালায় তারা।
হত ৪ জঙ্গি
দু’টি জঙ্গি সংগঠনের সংঘর্ষে চার জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গত রাতে পূর্ব গারো হিলের বোলমেরাম জঙ্গলে জিএনএলএ ও এএমইএফ জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। পরে, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এক আলফা জঙ্গি (জিএনএলএ শিবিরে আলফা জঙ্গিরাও থাকে) এবং তিন গারো জঙ্গির মৃতদেহ উদ্ধার করে। দক্ষিণ গারো হিলের চোকপট গ্রামে তোলা আদায় করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয় এএনএ জঙ্গি সংগঠনের এক সদস্যের।
ছাত্র আত্মঘাতী
ছাত্রাবাসের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গুয়াহাটি আইআইটি-র এক পড়ুয়া। পুলিশ জানিয়েছে, তাঁর নাম তুষার যাদব। তিনি প্রথম বর্ষের ছাত্র ছিল। তুষারের বাড়ি গুড়গাঁওতে। গত রাতে কামেং ছাত্রাবাস থেকে তিনি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছবির প্রচারে আদিত্য রায় কপূর ও পরিণীতি চোপড়া ।
রবিবার ফতেপুর সিক্রিতে। ছবি: পিটিআই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy