নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনিক ভবন। ছবি সৌজন্য টুইটার।
বোমাতঙ্ক ছড়াল মহারাষ্ট্র সরকারের প্রশাসনিক ভবনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশের বম্ব স্কোয়াড। গোটা প্রশাসনিক ভবন এবং ওই চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর ১২.৪০ মিনিট নাগাদ বিপর্যয় মোকাবিলা দফতরে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় প্রশাসনিক ভবনে বোমা রাখা আছে।
ফোন আসা মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবনে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। তন্ন তন্ন করে গোটা প্রশাসনিক ভবন তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড এবং পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, কেউ ভুয়ো ফোন করেছিলেন।
Bomb Detection and Disposal Squad doing checking at Maharashtra Legislature Secretariat after a call at control room saying bomb placed in. Prima facie, it seems to be a hoax call. Further inquiry is being conducted: Mumbai Police pic.twitter.com/ztv7sr0nID
— ANI (@ANI) May 30, 2021
তবে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ মুম্বই পুলিশ। কোথা থেকে ফোনটি এসেছিল, তাও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy