Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Karnataka Assembly Election 2023

সিদ্দারামাইয়া টিপু সুলতানের বংশধর! ভোটের মুখে হিমন্তের হাত ধরে টিপু ফিরলেন কর্নাটকে

হিমন্ত বলেন, ‘’সিদ্দারামাইয়া বলছেন, তাঁরা টিপু সুলতানের জয়ন্তী পালন করবেন! আমি বলি, যদি আপনাদের টিপু সুলতানের জয়ন্তী পালন করতে হয় তা হলে পাকিস্তান এবং বাংলাদেশে গিয়ে করুন।’’

File image of Himanta Biswa Sarma

কর্নাটেক ভোটের আগে ফিরল টিপু সুলতানের প্রসঙ্গ। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ১৯:৪৭
Share: Save:

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে কর্নাটকের ভোটের ময়দানে পুরোদমে ঢুকে পড়লেন টিপু সুলতান। শুধু টিপু প্রসঙ্গ উত্থাপনই নয়, উত্তর-পূর্বের অন্যতম এই বিজেপি নেতা দাবি করলেন, কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার নাকি টিপুর বংশধর! হিমন্তের ভাষণে ঘুরেফিরে এসেছে পাকিস্তান প্রসঙ্গও।

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে সব দলই ঝাঁপিয়ে পড়ে প্রচার চালাচ্ছে। রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জনসভা করছেন রাহুল গান্ধীরা। এই পরিস্থিতিতে বর্তমান বিজেপির অন্যতম ‘ফায়ারব্র্যান্ড’ নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তও প্রচার সারছেন দক্ষিণের রাজ্যে। শনিবার কোডাগু জেলার বিরাজপেট বিধানসভায় এক জনসভায় তিনি বললেন, ‘‘সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার টিপু সুলতানের বংশধর।’’

তিনি বলেন, ‘‘আমি অসম থেকে এসেছি। মুঘলরা ১৭ বার আক্রমণ অসম আক্রমণ করেছিল। কিন্তু মুঘলরা আমাদের হারাতে পারেনি। আমরা অপরাজিতই ছিলাম। আজ, আমি এই পবিত্র ভূমির কাছে মাথা নত করছি কারণ, কোডাগুর মানুষ টিপু সুলতানকে বার বার হারিয়েছেন।’’

এর পরেই তিনি টেনে আনেন পাকিস্তানকে। হিমন্ত বলেন, ‘’৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আজ সিদ্দারামাইয়া বলছেন, তাঁরা টিপু সুলতানের জয়ন্তী পালন করবেন! আমি বলি, যদি আপনাদের টিপু সুলতানের জয়ন্তী পালন করতে হয় তা হলে পাকিস্তান এবং বাংলাদেশে গিয়ে করুন। ভারতে থেকে এ সব করার কোনও অধিকার আপনাদের নেই।’’

কর্নাটকে ভোটের ইস্তাহারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় ফিরলে তারা বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করবেন। তা নিয়ে ঘোর আপত্তি বিজেপির। প্রধানমন্ত্রী নিজে বজরং দলকে বজরংবলীর সঙ্গে মিশিয়ে বক্তৃতা করছেন। বিজেপি নেতারা অনেকেই দাবি করছেন, এ বারের ভোট হল তাদের সাভারকর বনাম কংগ্রেসের টিপু সুলতানের লড়াই।

আগামী ১০ মে কর্নাটকের ২৪০টি বিধানসভা আসনে ভোট হবে। ফলপ্রকাশ ১৩ মে।

অন্য বিষয়গুলি:

BJP Congress Himanta Biswa Sarma Tipu Sultan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy