Advertisement
২৪ নভেম্বর ২০২৪

মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই গেরুয়া ঝড়ের ইঙ্গিত সমীক্ষায়

মাত্র পাঁচ মাস আগেই বিপুল ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০২:১৯
Share: Save:

মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটে বিপুল ভাবে জিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ফের সরকার গড়তে চলেছে বলে ইঙ্গিত মিলল এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষায়। লোকসভা ভোটের ধারা বজায় রেখেই দুই রাজ্যে কংগ্রেস-সহ বিরোধীদের শোচনীয় ফল হবে বলেও ইঙ্গিত।

মাত্র পাঁচ মাস আগেই বিপুল ভোটে জিতে কেন্দ্রে ক্ষমতায় ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। পরের কয়েক মাসে দেশের অর্থনীতিতে সঙ্কট ক্রমশ বেড়েছে। কিন্তু তা পাশে সরিয়ে রেখেই কাশ্মীরে ৩৭০ ধারা লোপ এবং অসমে জাতীয় নাগরিক পঞ্জিকে হাতিয়ার করে জাতীয়তাবাদী হাওয়া তুলতে ব্যস্ত বিজেপি। পাশাপাশি রাজ্যে রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে কংগ্রেস। অন্য বিরোধীরাও ছন্নছাড়া। এই আবহে আগামী সোমবার ভোট হবে মহারাষ্ট্র এবং হরিয়ানায় এবং দুই রাজ্যেই গেরুয়া ঝড়ে বিরোধী শিবির কার্যত উড়ে যাবে বলে ইঙ্গিত সমীক্ষায়।

এই ধরনের সমীক্ষার ফল অবশ্য অনেক সময়েই মেলে না। তবু তার পরেও ভোটদাতাদের মানসিকতার আন্দাজ এ থেকে পাওয়া যায়।

পাঁচ বছর আগে দু’টি রাজ্যেই ক্ষমতা দখল করেছিল বিজেপি। মহারাষ্ট্রে বিজেপি শাসনে কৃষক আত্মহত্যার সংখ্যা বেড়েছে অনেকটাই। পাশাপাশি আর্থিক সঙ্কটের ছায়া দেশের বাণিজ্য রাজধানীতে। তার পরেও মোদী হাওয়ায় ভর করে এ বছর লোকসভা ভোটে মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে বিজেপি এবং জোটসঙ্গী শিবসেনা মিলে দখল করে ৪১টি আসন। কংগ্রেস মাত্র একটি এবং জোটসঙ্গী শরদ পওয়ারের এনসিপি জেতে ৪টি আসনে। এবিপি নিউজের সমীক্ষায় অনুমান বিধানসভা ভোটেও সেই ধারা অব্যাহত রেখে শিবসেনা-বিজেপি মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে জিততে পারে ১৯৪টি আসনে। কংগ্রেস-এনসিপি জোট গত বারের আসন সংখ্যা বাড়িয়ে পৌঁছতে পারে ৮৬-তে। শতাংশের হিসেবে বিজেপি জোটের ৪৭ শতাংশের তুলনায় কংগ্রেসের জোটের ঝুলিতে যেতে পারে ৩৯ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট।

হরিয়ানা ভোটের ফলও লোকসভা ভোটের মতোই হতে পারে বলে অনুমান সমীক্ষায়। পাঁচ বছর আগে বিজেপি জোট সেখানে ৯০টি আসনের মধ্যে ৪৭টিতে জিতে ক্ষমতায় আসে। কংগ্রেস ১৫টি, আইএনএলডি জেতে ১৯টি আসনে। তার পরে রাজ্যে গেরুয়া প্রভাব বেড়েছে। লোকসভা ভোটে মোদী হাওয়ায় ভর করে রাজ্যের ১০টি আসনেই জয় পেয়েছিল বিজেপি। বিধানসভা ভোটে তারা জিততে পারে ৮৩টি আসনে। অন্য দিকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস পেতে পারে ৩টি এবং অন্যরা ৪টি আসন। শতাংশের হিসেবে কংগ্রেসের (২১%) তুলনায় দ্বিগুণেরও বেশি ভোট পেতে পারে বিজেপি (৪৮%)।

অন্য বিষয়গুলি:

BJP Maharashtra Haryana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy