রাহুল গাঁধী।—ছবি পিটিআই।
রাহুল গাঁধী বিদেশে যান ‘ধ্যান’ করতে। কংগ্রেস এ কথা বলার পর বিজেপি দাবি তুলল, গত পাঁচ বছরে রাহুল গাঁধীর ৯ টি ‘অজানা’ সফরের রহস্য খোলসা করুক কংগ্রেস।
রাহুল গাঁধী এসপিজি নিরাপত্তা পান। নিরাপত্তা ছাড়াই বিদেশ সফর নিয়ে বার বার আপত্তি তুলেছে নরেন্দ্র মোদী সরকার। এমনকি, নিয়ম না মানলে নিরাপত্তাও ছেঁটে দেওয়ার কথাও শোনানো হয়। বিজেপিরই কেউ কেউ ঘরোয়া মহলে বলছেন, রাহুল গাঁধী বিশ্বের যে প্রান্তেই যান না কেন, তাঁর উপর কেন্দ্রের নজর নেই, তা তো হতে পারে না! তবু রাজনীতি করার সুযোগ কেন হাতছাড়া করবে দল?
তাই শুধু রাহুলের বিদেশ সফর নিয়েই আলাদা সাংবাদিক বৈঠকই করে ফেলল বিজেপি। দিল্লিতে সদর দফতরে দলের মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, ‘‘গত পাঁচ বছরে ১৬ বার বিদেশে গিয়েছেন রাহুল। যেটি নিজের কেন্দ্র ওয়েনাড সফরের থেকে বেশি। আর এই ১৬ টি সফরের মধ্যে ৯টি গোপন রাখা হয়েছে। কেন? বিদেশ সফর খরচসাপেক্ষ। কে জোগাচ্ছে খরচ? কে টিকিট কাটছে? কী কারণে তিনি ঘন ঘন বিদেশ যাচ্ছেন? রাহুল গাঁধী খোলসা করুন।’’
রাহুলের বিদেশ সফর প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা গতকাল জানিয়েছিলেন রাহুলের ধ্যানের কথা। তা নিয়ে বিতর্ক দানা বাধার পর আজ আর মুখ খুলছে না দল। কিন্তু বিজেপির অভিযোগের সাপেক্ষে তাদের বক্তব্য, কোন নিয়মে রাহুল গাঁধীকে সব কথা জানাতে হবে? রাওয়ের দাবি, ‘‘সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৩ জুলাই সব সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা ব্যক্তিগত বিদেশ সফর করলেও জানাতে হবে, যাতে দেশ ও বিদেশ মন্ত্রক তা জানতে পারে। আর সাংসদদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে পারে সরকার। গোটা বিশ্ব ভারতকে ধ্যানের রাজধানী হিসেবে চেনে। রাহুল কি দেশের বদনাম করতে বিদেশে ধ্যানের কথা বলছেন? রাহুল স্পষ্ট না করলে রহস্য থেকেই যাবে।’’
বিদেশ থেকেই অবশ্য রাহুল আজ সারা দিনে সোশ্যাল মিডিয়ায় তিনটি পোস্ট করেন। প্রথমটি ঠাকুমা ইন্দিরা গাঁধীর মৃত্যুদিন নিয়ে। সেখানে লেখেন, ‘‘আপনার কঠোর ইচ্ছাশক্তি আর নির্ভীক সিদ্ধান্তের পাঠ প্রতি পদক্ষেপে দিশা দেয়।’’ ইন্দিরাকে নিয়ে লিখলে সর্দার পটেলের জন্মদিন নিয়ে কেন নয়? বিজেপি এই প্রশ্ন করলে দুপুরের পর ফেসবুকে রাহুলের পোস্ট, ‘‘জননায়ক লৌহপুরুষ সর্দার পটেলের জন্মদিবসে প্রণাম। দেশের জন্য আপনার সেবায় আমরা সবাই ঋণী।’’ আবার রাতে হোয়াটসঅ্যাপে আড়িপাতা নিয়েও রাফাল প্রসঙ্গ যোগ করে টুইট করলেন।
বিজেপির প্রশ্ন, ‘‘দিনে এত টুইট। রাহুল ঠিক কী ভাবে ধ্যান করছেন?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy