ছত্রপতি সম্ভাজি নগর (সাবেক ঔরঙ্গাবাদ) থেকে মোগলসম্রাট ঔরঙ্গজ়েবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ শুরু করেছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এই আবহে নতুন বিতর্ক উস্কে দিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকাল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে তুলনা টেনে হর্ষবর্ধন সোমবার বলেন, ‘‘সম্রাট ঔরঙ্গজ়েব এক জন নিষ্ঠুর শাসক ছিলেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও সমান নিষ্ঠুর! তিনি সব সময় ধর্ম সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপ করেন। কিন্তু সরপঞ্চ সন্তোষ দেশমুখ হত্যার মতো মামলাগুলির বিষয়ে কিছুই করেন না।’’
বীড জেলায় সরপঞ্চ (পঞ্চায়েত প্রধান) সন্তোষের খুনের ঘটনায় নাম জড়ানোর কারণে মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের মন্ত্রিত্ব থেকে চলতি মাসের গোড়ায় ইস্তফা দিয়েছিলেন এনসিপি (অজিত) নেতা ধনঞ্জয় মুন্ডে। ডিসেম্বর মাসের ওই খুনের ঘটনায় মহারাষ্ট্রের সিআইডি ধনঞ্জয়ের ‘ডানহাত’ হিসেবে পরিচিত বাল্মীক করাড-সহ সাত জনকে গ্রেফতার করছে। কিন্তু বিরোধীরা দাবি তুললেও এখনও ধনঞ্জয়কে ‘অভিযুক্ত’ করেনি সিআইডি। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধনের ইঙ্গিত, শুধু ধনঞ্জয় নন, সরপঞ্চ খুনের চক্রান্তে জড়িত রয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন:
মোগলসম্রাট ঔরঙ্গজ়েবের সঙ্গে মুখ্যমন্ত্রী ফডণবীসের তুলনা টানায় সোমবার তাঁকে নিশানা করেছে বিজেপি শিবির। বিজেপি সাংসদ ভাগবত করাড এবং দলের প্রভাবশালী নেতা প্রবীণ দরেকর প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবি তুলেছেন। এনসিপি (অজিত) নেতা অমল মিটকরিও ঔরঙ্গজ়েবের সঙ্গে ফডণবীসের তুলনার নিন্দা করেছেন।