সুব্রহ্মণ্যন স্বামীর নিশানায় এ বার বিজেপির আইটি সেল। গ্রাফিক- তিয়াসা দাস।
বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাঁর করা মন্তব্যের জেরে প্রায়শই ফাঁপরে পড়ে বিজেপি। সোমবার ফের তিনি তোপ দেগেছেন। এ বার তাঁর নিশানায় বিজেপির আইটি সেল।
বিজেপির বর্ষীয়ান এই সাংসদের অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন। সোমবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘বিজেপির আইটি সেলের দুর্বৃত্তায়ন ঘটেছে। সেলের কিছু সদস্য আমার উপর আক্রমণ চালানোর জন্য নকল টুইট ব্যবহার করছেন।’’ এর পরই তাঁর সতর্কবার্তা, ‘‘আমার অনুগামীরা যদি পাল্টা আক্রমণে করে সে ক্ষেত্রে আমি দায়ী থাকব না। যেমন দলের শঠ আইটি সেলের জন্য বিজেপি দায়ী নয়।’’ টুইটারে সুব্রহ্মণ্যন স্বামীর ৯৯ লক্ষ ফলোয়ার রয়েছেন।
স্বামীর এই টুইটার দেখে তাঁর কিছু অনুগামী এই আইটি সেলকে অগ্রাহ্য করার পরামর্শ দেন। বলেন, ওদের গুরুত্ব দিলে আপনার ‘মূল্যবান সময়’ নষ্ট হবে। তার জবাবে স্বামী জানান, তিনি বিষয়টি অগ্রাধিকার দিচ্ছেন না, কিন্তু বিজেপির উচিত তাঁদের বহিষ্কার করা। এর পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকেও নিশানা করে তিনি বলেছেন, ‘‘আমরা মর্যাদাবান পুরুষোত্তমের দল। রাবণ বা দুঃশাসনের দল নই।’’ যদিও অমিত মালব্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
The BJP IT cell has gone rogue. Some of its members are putting out fake ID tweets to make personal attacks on me. If my angered followers make counter personal attacks I cannot be held resonsible just as BJP cannot be held respinsible for the rogue IT cell of the party
— Subramanian Swamy (@Swamy39) September 7, 2020
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োগুলির বক্তব্য ছিল সুব্রহ্মণ্যন স্বামী রাম মন্দির ও মোদী সরকারের বিরোধী। এই সব ভিডিয়ো সামনে আসতেই বিজেপির আইটি সেলকে বিঁধলেন স্বামী।
https://t.co/VHQamHY2Ft: This fellow is a liar. Twitter should take notice
— Subramanian Swamy (@Swamy39) September 5, 2020
বিভিন্ন বিষয়ে দলের অবস্থানের বিপরীতে গিয়ে নিজের মত এর আগেও একাধিকবার ব্যক্ত করেছেন স্বামী। তাঁর করা মন্তব্য নিয়ে ফাঁপরে পড়তে হয়েছে বিজেপি নেতাদেরও। জিডিপির সঙ্কোচন নিয়ে তিনি কড়া সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রকের। জেইই-নিট পরীক্ষা নিয়েও সরকারের অবস্থানের সমালোচনা করেছিলেন তিনি। সওয়াল করেছিলেন ওই পরীক্ষা স্থগিতের জন্যও।
JEE/ NEET exams in the middle of a galloping COVID-19 infections, paralysing lockdown effects, a collapsing economy, a monsoon in bloom, Chinese Dragon gobbling our territory, & chors and murderers in Bollywood, is like Jallianwala Bagh where innocent were gunned down.
— Subramanian Swamy (@Swamy39) September 4, 2020
আরও পড়ুন: সুশান্তকে ভোটের ঘুঁটি করল বিজেপি
আরও পড়ুন: দৈনিক সংক্রমণ কমে হল ৭৫ হাজার, এক দিনে ১১৩৩ জনের মৃত্যু
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy