Advertisement
E-Paper

এ বার দিল্লিতেও এনআরসি, হুঁশিয়ারি বিজেপি নেতা মনোজ তিওয়ারির

কেজরীবাল সরকারকে ধরাশায়ী করতেই এনআরসি-কে হাতিয়ার করে তিনি জনসমর্থন জোগাড়ে নেমে পড়েছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এ বার দিল্লিতেও এনআরসি চান মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র।

এ বার দিল্লিতেও এনআরসি চান মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ১৮:১১
Share
Save

নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। তা নিয়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে অসম জুড়ে। তার মধ্যেই এ বার দিল্লি থেকে উদ্বাস্তু তাড়ানোর কথা বললেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ নেতা মনোজ তিওয়ারি। তাঁর দাবি, এ ব্যাপারে খুব শীঘ্র পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার।

শনিবার এনআরসি নিয়ে টানাপড়েনের মধ্যেই সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, ‘‘দিল্লির পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। এখানেও এনআরসি চালু করা প্রয়োজন। যে সমস্ত বেআইনি শরণার্থী এখানে ভিড় করেছেন, তাঁরাই সবচেয়ে বিপজ্জনক। সময় এলে এখানেও এনআরসি চালু করব আমরা।’’

দিল্লিতে এনআরসি চালুর পক্ষে এর আগেও সওয়াল করেছেন মনোজ তিওয়ারি। তবে আগামী বছর দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে কেজরীবাল সরকারকে ধরাশায়ী করতেই এনআরসি-কে হাতিয়ার করে তিনি জনসমর্থন জোগাড়ে নেমে পড়েছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: অসমে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ, বাদ পড়লেন ১৯ লক্ষ​

তবে মনোজ তিওয়ারির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। আদতে বিহারের বাসিন্দা মনোজ তিওয়ারিকে কটাক্ষ করে তাদের টুইটার হ্য়ান্ডলে লেখা হয়, ‘মনোজজির জন্ম বিহারের কৈমুরে, পড়াশোনা উত্তরপ্রদেশের বারাণসীতে, কাজ করেছেন মহারাষ্ট্রের মুম্বইয়ে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নির্বাচনে দাঁড়ান, দ্বিতীয় বার ভোটে লড়েন দিল্লি থেকে—তিনিই এখন দিল্লি থেকে শরণার্থী উদ্বাস্তু তাড়ানোর কথা বলছেন। এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে!’

আরও পড়ুন: এনআরসি তালিকায় নাম খুঁজবেন কী ভাবে, নাম না থাকলে কী করতে পারেন​

তবে মনোজ তিওয়ারি একা নন। বছরের শুরুতে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন গোটা দেশ থেকে ‘ঘুণপোকা উচ্ছেদ’-এ বার্তা দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। তবে এ ভাবে বেআইনি উদ্বাস্তুদের আদৌ দেশছাড়া করা যাবে কিনা, তা নিয়ে দ্বিমত রয়েছে বিজেপির অন্দরেই।

BJP NRC Manoj Tiwari Congress Delhi Assam Immigrant

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy