Advertisement
১৮ নভেম্বর ২০২৪

মাইক্রোওভেন উপহার ফেরাবেন বিজেপি পটনা বিধায়করা

বিধানসভায় পাওয়া উপহার ফেরাবেন বিজেপি বিধায়করা। আজ দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী এ কথা জানিয়ে বলেন, ‘‘রাজ্যের প্রায় আড়াই লক্ষ শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। টাকার অভাবে ওই শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না বলে শিক্ষা দফতর জানাচ্ছে। অথচ সেই শিক্ষা দফতরই কয়েক লক্ষ টাকা খরচ করে বিধায়কদের মাইক্রোওভেন উপহার দিচ্ছে!’’

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০৪:১১
Share: Save:

বিধানসভায় পাওয়া উপহার ফেরাবেন বিজেপি বিধায়করা। আজ দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী এ কথা জানিয়ে বলেন, ‘‘রাজ্যের প্রায় আড়াই লক্ষ শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। টাকার অভাবে ওই শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না বলে শিক্ষা দফতর জানাচ্ছে। অথচ সেই শিক্ষা দফতরই কয়েক লক্ষ টাকা খরচ করে বিধায়কদের মাইক্রোওভেন উপহার দিচ্ছে!’’

সুশীলবাবু বলেন, ‘‘এই উপহার নেওয়া নীতিগত ভাবে অন্যায়। আমি এর আগেও এই ধরনের উপহার বন্ধ করার চেষ্টা করেছিলাম। এ বার সবচেয়ে দামী উপহার দেওয়া হচ্ছে। আমি, বিধানসভার বিরোধী দলনেতা প্রেমকুমার এবং বিজেপির রাজ্য সভাপতি মঙ্গল পাণ্ডে যৌথ ভাবে বসে ঠিক করেছি, আমাদের সব বিধায়ক উপহার ফিরিয়ে দেবেন।’’

গত কাল বিহার বিধানসভার ২৪৩ জন বিধায়ককে রাজ্য শিক্ষা দফতরের তরফে বাজেট অধিবেশনে হাজির থাকায় মাইক্রোওভেন উপহার দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন দফতরের তরফে সুটকেস, মোবাইল ফোনও দেওয়া হয়েছে। সাধারণের করের টাকায় এ ভাবে উপহার দেওয়ায় সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। যদিও সরকারের বক্তব্য ছিল, বিহার গরিব রাজ্য। সেই কারণে বিধায়কদের খাবার গরম করার জন্য মাইক্রোওভেন দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনের সময়ে দেওয়া হলফনামা অনুযায়ী রাজ্যের ২৪৩ জন বিধায়কের মধ্যে ১৬২ জন কোটিপতি। স্বাভাবিক ভাবেই বিধায়কদের উপহার নেওয়ায় বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল। তার পরেই আজ উপহার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়করা।

অন্য বিষয়গুলি:

bjp mla bihar Return Government's Gifts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy