Advertisement
২২ নভেম্বর ২০২৪
Narenda Modi

Vice President election 2022: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছতে বৈঠকে বিজেপি

আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের শেষ দিন। শনিবারের মধ্যে উপরাষ্ট্রপতির নাম চূড়ান্ত করার পক্ষপাতী বিজেপি নেতৃত্ব।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ০৭:৫৪
Share: Save:

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে আগামিকাল, শনিবার বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বিজেপি কাকে চূড়ান্ত করে, তা দেখে নেওয়ার পরেই রবিবার নিজেদের প্রার্থী ঘোষণার করার পরিকল্পনা করেছে বিরোধী শিবির।

আগামী ১৯ জুলাই উপরাষ্ট্রপতি পদে মনোনয়নের শেষ দিন। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে দলীয় নেতৃত্ব ব্যস্ত থাকবে ধরে নিয়ে আগামিকালই উপরাষ্ট্রপতির নাম চূড়ান্ত করার পক্ষপাতী বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, আগামিকাল বৈঠকে বসছে দলের সংসদীয় বোর্ড। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি জে পি নড্ডা, অমিত শাহের মতো বর্ষীয়ান নেতা। বিজেপির এক নেতা জানান, শনিবারই নাম চূড়ান্ত করে ফেলার পক্ষপাতী দল। সূত্রের মতে, শনিবার রাতে বা রবিবার সকালে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করে দেবে বিজেপি। এখনও পর্যন্ত উপরাষ্ট্রপতি পদের লড়াইয়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শেষ পর্যন্ত তিন জনের মধ্যে কাউকে বা অন্য কাউকে প্রার্থী হিসাবে মোদী-শাহেরা বেছে নেন কি না, তাই দেখার।

৬ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেন রাজ্যসভা ও লোকসভার সাংসদেরা। বর্তমানে দু’কক্ষের মিলিত সাংসদ সংখ্যা ৭৮০। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩৯১ জন সাংসদের সমর্থন। সংসদের উভয়কক্ষে শুধু বিজেপিরই সাংসদ সংখ্যা ৩৯৪। ফলে উপরাষ্ট্রপতি পদে শাসক শিবিরের প্রার্থীর জয় কার্যত সময়ের অপেক্ষা। তাই উপরাষ্ট্রপতি পদে পদ্ম শিবিরের প্রার্থী আগে দেখে নিতে চাইছেন বিরোধীরা। কারণ রাষ্ট্রপতি পদে শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার আগেই নিজেদের প্রার্থী যশবন্ত সিন্‌হার নাম ঘোষণা করে দিয়েছিলেন বিরোধী নেতৃত্ব। বিজেপি রাষ্ট্রপতি পদে জনজাতি সমাজের মহিলা প্রার্থীকে দাঁড় করানোয় ভাঙন ধরে বিরোধী শিবিরে। ঝাড়খণ্ডের জেএমএম, উত্তরপ্রদেশের ওপি রাজভড়ের দল এসবিএসপি দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যাতে এ ধরনের ভাঙন না ঘটে, তাই আগে শাসক শিবিরের প্রার্থী দেখে নিতে চান বিরোধীরা। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেই দিনই হবে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে একটিও দলীয় ভোট যাতে নষ্ট না হয়, সেই জন্য আগামিকাল একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির সমস্ত সাংসদদকে আগামিকাল সন্ধ্যায় সংসদীয় প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে কী ভাবে ভোট দিতে হয়, বিজেপি সাংসদদের তারই প্রশিক্ষণ দেওয়া হবে। আগামিকাল দলীয় সাংসদদের নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী।

অন্য বিষয়গুলি:

Narenda Modi Amit Shah BJP Vice President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy