Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
National News

দলের মধ্যে বৈষম্য! বিস্ফোরক দিল্লি বিজেপি নেত্রী শাজিয়া ইলমি

রাজ্য বিজেপির হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে ক্ষোভ উগরে দিয়েছেন শাজিয়া।

ছবি: টুইটার।

ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৪
Share: Save:

নিজের দলের অন্দরেই বৈষম্যের শিকার। এমনটাই অভিযোগ দিল্লি বিজেপির সহ-সভাপতি শাজিয়া ইলমির। সেই বৈষম্য টের পাচ্ছেন দলীয় জনসভায়। এমনকি, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামলীলা ময়দানের সভাতেও সেই বৈষম্যের শিকার হয়েছেন তিনি।শাজিয়ার দাবি, এতে ধর্মীয় কোনও যোগ খুঁজে বার করলে ভুল হবে। আসলে রাজ্য বিজেপি নেতৃত্বের রাজনীতির শিকার তিনি। এ নিয়ে আপাতত রাজ্য বিজেপির মুখে কুলুপ আঁটলেও কড়া পদক্ষেপ করবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

গোটা বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে ক্ষোভ উগরে দিয়েছেন শাজিয়া। তবেকোনও ভাবে তা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। শাজিয়া জানিয়েছেন,বিজেপির গত কয়েকটি জমায়েতে তো বটেই, রবিবার রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভাতেও তাঁকে দূরে ঠেলে রাখা হয়েছিল। মোদীর সঙ্গে মঞ্চে স্থান জোটেনি তাঁর। বসতে হয়েছে মিডিয়ার জন্য নির্দিষ্ট আসনে।অথচ দলের অন্য নেতারা সুযোগ পেয়েছেন মোদীর সঙ্গে একমঞ্চে বসার। শাজিয়ার ক্ষোভের বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার পর তাঁর দাবি, ‘‘আমি কখনই বিষয়টি মিডিয়ার কাছে জানাতে চাইনি। তবে দলের কেউ হয়তো হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ থেকে তা ফাঁস করে দিয়েছে।’’ তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেবেন।’’

আরও পড়ুন: কমানো হল তেন্ডুলকরের সুরক্ষা, নিরাপত্তা বাড়ল আদিত্য ঠাকরের

আরও পড়ুন: বিতর্ক উস্কে এনপিআর খাতে টাকা, এনআরসি-র শুরু, বলছেন বিরোধীরা

২০১৫-তে আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন শাজিয়া। কিছু দিনের মধ্যেই দিল্লি বিজেপিতে নিজের জায়গা পোক্ত করে নেন তিনি। এর পর ’১৭-তে মনোজ তিওয়ারিকে রাজ্য বিজেপির ভার দেওয়া হলে তাঁকে সহ-সভাপতি করা হয়। এ দিন তিনি বলেন, ‘‘একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, এতে কোনও ধর্মীয় অ্যাঙ্গল খুঁজে বার করবেন না। বরং রাজ্য বিজেপি নেতৃত্বের রাজনীতির সঙ্গেই এর যোগ রয়েছে।’’

আরও পড়ুন: ২০ হাজারের নীচে পকেটমারি করেন না, পুলিশের জালে রহিস পকেটমার

আরও পড়ুন: লুকিয়ে হবে না এনআরসি, বললেন শাহ

এ নিয়ে নাম না করলেও কার্যত দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারির দিকেই যে তাঁর আঙুল উঠেছে, তা মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি মনোজ স্বয়ং। রাজ্য বিজেপির মিডিয়া প্রধান প্রত্যুষ কান্ত বলেন, ‘‘তিওয়ারিজির কাছে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শাজিয়াজি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Delhi Shazia Ilmi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy