কংগ্রেস-সহ বিরোধীরা এক ছাতার তলায় এলে লোকসভা ভোটে বিজেপির আসন ১০০-র নীচে নেমে যাবে। সিপিআইএমএল লিবারেশনের মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই তার পাল্টা জবাব দিল বিজেপি। বিহারেরই প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করে বললেন, ‘‘দিবাস্বপ্ন দেখায় তো কোনও ভুল নেই!’’
#WATCH |What has happened to Bihar CM Nitish Kumar? He isn't able to handle Bihar, the state is in trouble. There is chaos in his party. Congress isn't giving him any lift. Nitish ji, you want to become like Deve Gowda or Inder Kumar Gujral (former PMs)?:BJP's Ravi Shankar Prasad pic.twitter.com/TNyh9D2ozO
— ANI (@ANI) February 19, 2023
আরও পড়ুন:
তেজস্বী যাদব, সলমন খুরশিদকে পাশে বসিয়ে পটনায় নীতীশ বিজেপি বধের ‘ফর্মুলা’ বাতলে দিয়েছিলেন। তাঁর পরামর্শ ছিল, কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক ছাতার তলায় চলে এলে আগামী লোকসভা ভোটে বিজেপি ১০০-র নীচে নেমে যাবে। এ বার তা নিয়েই পাল্টা কটাক্ষ করল বিজেপি। পটনা সাহিবের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কী হয়েছে? তিনি ঠিক মতো বিহার সামলাতে পারছেন না। রাজ্যে বড় সমস্যা হয়ে যাচ্ছে। তাঁর দলেও গোলমাল লেগে গিয়েছে। কংগ্রেসও তাঁকে পাত্তা দিচ্ছে না। নীতীশজি, আপনি কি দেবগৌড়া, আইকে গুজরাল হতে দৌড়চ্ছেন নাকি? জানেন তো তাঁরা মাত্র ৫-৬ মাস টিকেছিল!’’
প্রসাদ বলেন, ‘‘নীতীশ কুমার হোন বা অন্য কেউ, তাঁরা বুঝতেই পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুতগতিতে উন্নয়নের এক্সপ্রেসওয়ে ধরে ছুটে যাচ্ছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আমেরিকা, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতের ভূয়সী প্রশংসা করছেন। কারণ, এয়ার ইন্ডিয়ার বিমান কেনার চুক্তির জেরে তাঁদের দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। দেশ অনেকটা বদলে গিয়েছে।’’ তার পরেই সরাসরি নীতীশকে কটাক্ষ করে প্রসাদ বলেন, ‘‘নীতীশ কুমারের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কখনওই পূরণ হবে না। কারণ ভারতবাসী নরেন্দ্র মোদী ও তাঁর নেতৃত্বে ভরসা রাখেন।’’ বিরোধীরা এক জোট হলে বিজেপি ১০০-র কম আসনে জয়লাভ করবে বলে নীতীশ যে মন্তব্য করেছেন তা নিয়ে রবিশঙ্কর বলেন, ‘‘দিবাস্বপ্ন দেখায় তো কোনও ভুল নেই!’’
শনিবার পটনায় সিপিআইএমএল লিবারেশনের গন কনভেনশনে কংগ্রেসকে উদ্দেশ্য করে নীতীশ বলেছিলেন, ‘‘আমরা অপেক্ষা করছি, শুধু আপনারা (কংগ্রেস) দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ শুনতে চাইলে বলব, সবাই একসঙ্গে মিলে লড়লে ওরা (বিজেপি) ১০০-র নীচে আটকে যাবে। আর যদি আমার পরামর্শ মানতে না চান, তা হলে কী হবে ভালই বুঝতে পারছেন।’’ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির তরফ থেকে কটাক্ষ মিশিয়ে জবাব এল।