উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কলকাতায় এলে তাঁকে ঘেরাও করা হবে বলে হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। আজ পাল্টা সিদ্দিকুল্লা তথা তৃণমূলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহ।
বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে আদালতে মামলা চলছে হিন্দু ও মুসলিম পক্ষের মধ্যে।
গত কাল কলকাতায় জমিয়তের মিছিল থেকে এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন সিদ্দিকুল্লা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কলকাতায় এলে তাঁকে ঘেরাও করা হবে বলেও হুমকি দেন তিনি।
আজ বিহারের বেগুসরাইয়ে গিরিরাজ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ধর্মবিশেষের রক্ষক হয়ে উঠেছে। যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি মুখ্যমন্ত্রী। ভোটের সময়ে তাঁর কলকাতায় আসা কেউ রুখতে পারবে না।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)