সুখবীর সিংহ বাদল। ফাইল চিত্র।
এ বার বিজেপি-কে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ বলে আক্রমণ করলেন অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। মঙ্গলবার প্রাক্তন শরিক বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, “আসল ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ তো বিজেপি। ওরা রাজনৈতিক স্বার্থে ‘দেশপ্রেমী পঞ্জাবে সাম্প্রদায়িকতার আগুন’ জ্বালাতে চাইছে।”
বিজেপি দেশের ভাল চায় না। তারা ‘নির্লজ্জ ভাবে’ হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সুখবীর। কৃষি আইন নিয়ে প্রথম থেকেই সরব ছিল অকালি দল। এনডিএ জোটে থেকে কৃষি আইন নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তারা। শেষমেশ জোট ছেড়ে বেরিয়ে আসে অকালি দল। তার পর থেকেই এই আইন নিয়ে বিজেপি এবং কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন অকালি দলের নেতারা।
BJP is the real #TukdeTukdeGang in the country. It has smashed national unity to pieces,shamelessly inciting Hindus against Muslims & now desperate setting peace loving Punjabi Hindus against their Sikh brethren esp #farmers. They're pushing patriotic Punjab into communal flames. pic.twitter.com/7adwVmoDgj
— Sukhbir Singh Badal (@officeofssbadal) December 15, 2020
বিরোধীদের আক্রমণ করতে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ কথাটি বিজেপি-র নেতা মন্ত্রীদের মুখে হামেশাই শোনা যায়। রবিবারই কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, “কৃষক আন্দোলনকে ছিনিয়ে নিয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং।” কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আবার মন্তব্য করেন, এই আন্দোলনকে হাইজ্যাক করেছে ‘মাওবাদী’ এবং ‘বামপন্থীরা’। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন সুখবীর। এ ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy