বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব। —ফাইল চিত্র।
ত্রিপুরায় শাসক জোটে বিরোধ মেটাতে হস্তক্ষেপ করতে হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। এখানে এসে বিজেপি ও আইপিএফটি-র নেতাদের নিয়ে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব। বৈঠকের পরে তিনি জানিয়েছেন, দু’পক্ষকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে এবং জোট ধর্ম পালন করতে হবে।
রাম মাধব গত রাতে ত্রিপুরায় এসে বলেছিলেন, আইপিএফটি জোট ধর্ম পালন করছে না। তাদের তা করতে হবে। তবে আজ সকালে বৈঠকের পর দু’পক্ষকে একই পরামর্শ দেন তিনি। এদিকে, আইপিএফটি সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, রাম মাধবের কাছে তাঁরা বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছেন। তাতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে সব ক’টি আসন তাঁদের একক ভাবে ছেড়ে দেওয়ার দাবি রয়েছে। এই সমঝোতা বিধানসভা নির্বাচনের আগে দু’দলের মধ্যে হয়েছিল বলে মনে করিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, জনজাতিভুক্ত মানুষের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষাগত উন্নয়নে উচ্চ পর্যায়ের কমিটির রিপোর্টটিও প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলের দাবি, রাম মাধব কথা দিয়েছেন, আগামীদিনে যাতে বিজেপি বিধায়ক ও সাংসদেরা জোট বিরোধী কোন কথা না বলেন, তা তিনি দেখবেন। তবে, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আসন বন্টন নিয়ে বিজেপি-র শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আলোচনা হবে বলে বৈঠকে স্থির হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy