Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Rajya Sabha

রাজ্যসভায় জয় বন্ধুদের, হাসি চওড়া মোদীর

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৫:১৯
Share: Save:

সংসদের লড়াইয়ে নবীন পট্টনায়কের বিজেডি প্রায় সব সময়েই নরেন্দ্র মোদী-অমিত শাহদের পাশে থেকেছে। আর গত শুক্রবার রাজ্যসভার ৬২টি আসনের ফলাফল প্রকাশের পর ওড়িশার বিজেডি, তামিলনাড়ুর এডিএমকে কিংবা অন্ধ্রপ্রদেশে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের মতো এনডিএ-র ‘বন্ধু’ দলগুলি সদস্য সংখ্যা বাড়িয়ে নেওয়ায় হাসি আরও চওড়া হয়েছে মোদীর। বিরোধীদের আশঙ্কা, এ বার থেকে মর্জিমাফিক বিল পাশ করানোর প্রশ্নে আরও সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেল বিজেপি।

শক্তির বিচারে রাজ্যসভায় তৃণমূল এখন তিন নম্বরে (১৩ জন সাংসদ)। এসেছেন চার জন নতুন সাংসদ। কিন্তু জ্বালাময়ী বক্তৃতা কিংবা হইচই করা ছাড়া মোদী সরকারের আনা কোনও বিল আটকানো কিংবা সংসদীয় কমিটিতে ফিরিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ’ব্রায়েনের অবশ্য যুক্তি, সংসদীয় গণতন্ত্রে সংখ্যাই একমাত্র বিবেচ্য নয়। রাজনৈতিক দলগুলির মতামত, দাবিকে সামনে নিয়ে আসাটাও গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির নেতারা জানেন, লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও লড়াই দেওয়ার ক্ষমতা সীমিত হয়ে গিয়েছে। রাজ্যসভায় বিজেডির সংখ্যা ৫ থেকে বেড়ে হয়েছে ৯। জগনের ওয়াইএসআর কংগ্রেস (যারা এনডিএ-র শরিক না হয়েও সব বিষয়ে বিজেপির পাশে) ২ থেকে বেড়ে হয়েছে ৬। দক্ষিণের আর এক ‘বন্ধু’ এডিএমকে-র রাজ্যসভায় সদস্য সংখ্যা এখন ৯। অনেকেই মনে করছেন, আগামী অক্টোবরে অখিলেশ যাদবের এসপি-র সদস্য সংখ্যা যখন ৯ থেকে ৫-এ পৌঁছবে, রাজ্যসভায় বিরোধীদের লড়াই তখন আরও কঠিন হয়ে যাবে।

রাজনৈতিক শিবিরের বক্তব্য, ওড়িশায় পরস্পরের বিরুদ্ধে লড়ে যাওয়া বিজেডি ও বিজেপির মধ্যে কেন্দ্রে রহস্যময় সখ্য গড়ে উঠেছে মোদী ক্ষমতায় আসার পর। এনডিএ সরকারের পণ্য ও পরিষেবা বিলটি তারা সমর্থন করেছে। নোট বাতিল প্রকল্প নিয়ে বিতর্কের মধ্যেও মোদীর পাশে দাঁড়িয়েছিলেন নবীন। রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী রামনাথ কোবিন্দকেও সমর্থন করেছে বিজেডি। তার পরের বছর লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটির সময়েও কক্ষত্যাগ করেছিল নবীনের দল।

অন্য বিষয়গুলি:

Rajya Sabha BJP BJD Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy