এই ছবি ঘিরেই শুরু বিতর্ক ছবি: টুইটার থেকে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ প্রয়াত হওয়ার পরে তাঁর প্রার্থনা সভা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই প্রার্থনা সভায় কল্যাণের দেহ ঢাকা ছিল ভারতের জাতীয় পতাকায়। কিন্তু তার উপরে ছিল বিজেপি-র দলীয় পতাকা। এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত।
বিজেপি-র তরফে টুইট করা এই ছবি ঘিরে প্রশ্ন তুলেছেন যুব কংগ্রেসের প্রধান বি ভি শ্রীনিবাস। টুইট করে তিনি বলেন, ‘নতুন ভারতে কি জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা দেওয়া যায়?’ যুব কংগ্রেসের তরফেও টুইট করে বলা হয়, ‘জাতীয় পতাকার এই অপমান দেশবাসী মেনে নেবে না।’
Is it ok to place party flag
— Srinivas BV (@srinivasiyc) August 22, 2021
over Indian flag in New India? pic.twitter.com/UTkfsTwUzz
কংগ্রেসের সুরেই সুর মিলিয়েছে সমাজবাদী পার্টিও। দলের মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি টুইট করে বলেন, ‘দেশের থেকে দল বড়। জাতীয় পতাকার থেকে দলীয় পতাকা বড়। এই নিয়ে বিজেপি-র কোনও অনুশোচনা, দুঃখ নেই।’
Party above the Nation.
— Ghanshyam Tiwari (@ghanshyamtiwari) August 22, 2021
Flag above the Tricolor.#BJP as usual :
no regret, no repentance, no sorrow, no grief.#NationalFlag https://t.co/3bUSiDPJXF
বিরোধীদের এই আক্রমণের জবাবে অবশ্য বিজেপি-র তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy