Advertisement
২২ নভেম্বর ২০২৪
Salman Khurshid

Ayodhya: অযোধ্যা নিয়ে খুরশিদের বই অস্ত্র বিজেপির

বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, সলমন খুরশিদ তাঁর ‘সানরাইজ় ওভার অযোধ্যা’ বইয়ে হিন্দুত্বের অবমাননা করেছেন।

সলমন খুরশিদ।

সলমন খুরশিদ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ০৭:৪৭
Share: Save:

উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এমনিতেই বিজেপি নেতারা বিভিন্ন প্রসঙ্গে হিন্দুত্ব ও অযোধ্যার রামমন্দির টেনে আনছেন। আজ অযোধ্যার রায় নিয়ে কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা বই বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিল। বই প্রকাশ অনুষ্ঠানে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিয়ে কংগ্রেসের নেতারাও নানা জনে নানা মত প্রকাশ করলেন।

খুরশিদ তাঁর ‘সানরাইজ় ওভার অযোধ্যা’ বইয়ে সনাতন হিন্দুধর্ম ও বিজেপি-আরএসএসের হিন্দুত্বের ফারাক করতে গিয়ে লিখেছেন, ‘এ দেশের সাধুসন্তরা যে সনাতন হিন্দুধর্মে আস্থা রাখতেন, তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকঠিতেই আইএসআইএস ও বোকো হারামের জেহাদি ইসলামের রাজনৈতিক রূপ।’

এই বক্তব্যকে হাতিয়ার করে আজ বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, সলমন খুরশিদ হিন্দুত্বের অবমাননা করেছেন। বিজেপি নেতা অমিত মালবীয়র যুক্তি, ‘‘যে দল মুসলিম ভোট পেতে ইসলামিক জেহাদের সঙ্গে তুলনা টেনে গেরুয়া সন্ত্রাসের মতো শব্দ চালু করেছিল, সেই দলের এক জন নেতার থেকে আর কী বা আশা করা যায়?’’ খুরশিদ অবশ্য পাল্টা জবাবে বলেছেন, ‘‘যাঁরা হিন্দুধর্মকে জানেন না, তাঁদের থেকেই এই রকম প্রতিক্রিয়া আসবে।’’

আজ দিল্লিতে এই বই প্রকাশ অনুষ্ঠানে খুরশিদের সঙ্গে কংগ্রেস নেতা পি চিদম্বরম, দিগ্বিজয় সিংহরা বিজেপি-আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাম জন্মভূমি আন্দোলনে নেমেছে বলে অভিযোগ তুলেছেন। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দিরের পক্ষে রায় দেওয়ার পরে বিজেপি তাকে নিজেদের সাফল্য বলে তুলে ধরার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতারা। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ও সংখ্যালঘুদের সম্পর্কে কংগ্রেসের নীতি নিয়ে যে মতভেদ রয়েছে, তা তিন নেতার বক্তব্যে ফুটে উঠেছে।

খুরশিদের মতে, সুপ্রিম কোর্ট অযোধ্যার রায় অনেক ভেবেচিন্তেই দিয়েছে। আদালত যে মসজিদের জন্য জমি দেওয়ার নির্দেশ দিয়েছে, সেটা অনেকে ভুলে যান। সেই দিক থেকে এই রায় ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করেছে। কিন্তু চিদম্বরমের যুক্তি, রামমন্দিরের পক্ষে সুপ্রিম কোর্টের রায় দু'পক্ষ মেনে নিয়েছে বলেই সেই রায় সঠিক হয়ে গিয়েছে। উল্টোটা নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় সঠিক বলে তা দু’পক্ষ মেনে নেয়নি।

চিদম্বরম বলেন, ‘‘নো ওয়ান কিলড জেসিকা’-র মতো এখন ‘কেউই বাবরি মসজিদ ভাঙেনি’ গোছের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ৩০০ জন অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন। এই সিদ্ধান্ত নেহরু, গাঁধী, এ পি জে আবদুল কালামের দেশের মানুষকে সব সময় তাড়া করবে।’’

দিগ্বিজয় সিংহ বলেন, ‘‘অনেকেই অযোধ্যার রায়ে পরে চরম প্রতিক্রিয়া হবে বলে আশঙ্কা করেছিলেন। কিন্তু মানুষ বিরক্ত হয়ে ওই বিবাদ ছেড়ে এগিয়ে যেতে চেয়েছেন।’’ চিদম্বরম পাল্টা যুক্তিতে বলেন, ‘‘আপসের আগে সত্যিটা বলা দরকার। সত্যিটা হল, ১৯৯২-এর ৬ ডিসেম্বর ভয়ঙ্কর ভুল হয়েছিল। সে দিন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছিল। সংবিধানের অবমাননা হয়েছিল। দুই সম্প্রদায়ের মধ্যে তা থেকে যে তিক্ততা তৈরি হয়, পরে তার সেতুবন্ধন কঠিন হয়ে যায়।’’ চিদম্বরম বলেন, ‘‘দেশের প্রতিটি নাগরিককে ভাবতে হবে যে অযোধ্যার রায় সংবিধানের আত্মাকেই অসার করে দিয়েছে কি না।’’

অন্য দিকে খুরশিদ নিজে সুপ্রিম কোর্টের রায়ের প্রশংসা করলেও বিজেপি যে ভাবে রামমন্দিরের পক্ষে রায়কে নিজেদের সাফল্য বলে উৎসব করছে, তার সমালোচনা করেছেন। দিগ্বিজয় বলেন, ‘‘১৯৮৪-তে অটলবিহারী বাজপেয়ীর গাঁধীবাদী সমাজবাদ ব্যর্থ হতেই মাত্র দু’টো আসনে জেতা বিজেপি রাম জন্মভূমিকে জাতীয় বিতর্ক করে তোলার সিদ্ধান্ত নেয়। গোঁড়া ধর্মীয় মৌলবাদের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা সমাজকে ভাগ করেছিল। তিনি যেখানে গিয়েছেন, ঘৃণার বীজ বপন করেছেন।’’

হিন্দুধর্ম এবং হিন্দুত্বের ফারাক প্রসঙ্গে খুরশিদের পাশে দাঁড়িয়েই দিগ্বিজয়ের মন্তব্য, ‘‘সাভারকর রাজনৈতিক ভাবে হিন্দু পরিচিতি খাড়া করার লক্ষ্যেই হিন্দুত্বের ধারণা নিয়ে এসেছিলেন। নিজে কিন্তু ব্যক্তিজীবনে ধর্মের ব্যাপারে খুব গোঁড়া ছিলেন না। গোমাংস নিয়ে তাঁর সমস্যা ছিল না। গরুকে কেন গোমাতা বলা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।’’

অন্য বিষয়গুলি:

Salman Khurshid Ayodhya Babri Masjid Demolition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy