Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
By-Election

উপনির্বাচনে ভাল ফল বিজেপি-র, ঝাড়খণ্ডে কঠিন লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ভাই

গত ডিসেম্বরে ঝাড়খণ্ড বিধানসভা ভোটে দুমকা এবং বরহৈট কেন্দ্রে জয়ী হয়েছিলেন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দুমকা ছেড়ে দেন তিনি।

বসন্ত এবং হেমন্ত সোরেন- ফাইল চিত্র।

বসন্ত এবং হেমন্ত সোরেন- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৪:২৯
Share: Save:

মধ্যপ্রদেশে ২৮টি আসনের উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের গদি নিষ্কণ্টক হতে চলেছে। পাশাপাশি, অন্য ১০ রাজ্যের ৩০টি বিধানসভার কেন্দ্রের ভোটেও বিজেপি ভাল ফল করতে চলেছে বলে গণনার প্রাথমিক ইঙ্গিত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, কর্নাটক, মণিপুরের পাশাপাশি এই তালিকায় রয়েছে বিরোধী শাসিত ঝাড়খণ্ড, ওডিশা, তেলঙ্গানাও।

ঝাড়খণ্ডের দুমকা আসনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাই তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) প্রার্থী বসন্তের সঙ্গে কড়া টক্কর দেন বিজেপি প্রার্থী লুইস মরান্ডি। পঞ্চম রাউন্ড গণনার শেষে প্রায় হাজার ভোটে এগিয়ে যান লুইস। এর পর ক্রমশ এগোতে থাকেন বসন্ত। গত ডিসেম্বরে ঝাড়খণ্ড বিধানসভা ভোটে দুমকা এবং বরহৈট কেন্দ্রে জয়ী হয়েছিলেন হেমন্ত। মুখ্যমন্ত্রী হওয়ার পরে দুমকা কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। সেখানে প্রার্থী হন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের ছোট ছেলে বসন্ত। ঝাড়খণ্ডের অন্য বিধানসভা কেন্দ্র বেরমোর ভোট গণনার প্রবণতা বলছে, ফের কংগ্রেসের ঝুলিতে যেতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের ৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই এগিয়ে বিজেপি। কংগ্রেস বিধায়কদের দলত্যাগে খালি হয়েছিল এই কেন্দ্রগুলি। ৫ জন দলছুট বিজেপির প্রার্থী হয়ে ফের জয়ের মুখে। মণিপুরে কংগ্রেস বিধায়কদের দলত্যাগে খালি হওয়া ৪টি আসনেও এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর-পূর্বাঞ্চলের আরেক রাজ্য নাগাল্যান্ডের ২টি আসনে এগিয়ে আছে নির্দল প্রার্থীরা।

উত্তরপ্রদেশের ৭টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনার প্রবণতা অনুযায়ী ৬টিতে বিজেপি এগিয়ে। মহ্লনী কেন্দ্রে জোরদার লড়াই চলছে সমাজবাদী পার্টি এবং নির্দলের।

কর্নাটকের দু’টি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এর মধ্যে একটি কংগ্রেসের এবং অন্যটি জেডি (এস)-এর দখলে ছিল। দক্ষিণের আরেক রাজ্য তেলঙ্গানায় শাসকদল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির বিধায়কের মৃত্যুতে খালি হওয়া দুব্বক আসনটি এ বার ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। ওডিশার দু’টি আসনে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি)-র প্রার্থীরা এগিয়ে থাকলেও সেখানে কড়া টক্কর দিচ্ছেন বিজেপি প্রার্থীরা।

আরও পড়ুন: লাইভ: বিহারে একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি, নীতীশের দল তিন নম্বরে

ছত্তীসগঢ়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত জোগীর মৃত্যুতে খালি হওয়া মরওয়াহী কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জিততে চলেছে কংগ্রেস। ২০১৮-র ভোটে এই তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এই কেন্দ্রে ছত্তীসগঢ় জনতা কংগ্রেসের প্রার্থী হিসেবে জেতেন অজিত। এ বার ওই দলের তরফে তাঁর ছেলে অমিত মনোনয়ন জমা দিলেও জনজাতি শংসাপত্র সংক্রান্ত ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: লিটমাস টেস্টে পাশ শিবরাজ! মধ্যপ্রদেশে বাঁচল কুর্সি, উপনির্বাচনে এগিয়ে বিজেপি

হরিয়ানায় ৬ বারের কংগ্রেস বিধায়ক শ্রীকৃষ্ণ হুডার মৃত্যুতে খালি হওয়া বড়োদা বিধানসভা আসনটি কংগ্রেস পুনর্দখলের পথে। অন্য দিকে, বিহারের বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছেন জেডি (ইউ) প্রার্থী।

অন্য বিষয়গুলি:

By-Election Basanta Soren Hemanta Soren JMM ajit jogi Marwahi Jharkhand Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy