কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর টহল। —ফাইল চিত্র।
শনিবার শ্রীনগরের খানিয়ারে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে জঙ্গিনেতা ওসমানের। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার ছিলেন তিনি। ওসমানের খোঁজে শনিবারের অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্যে বিস্কুটের একটি বড় ভূমিকা ছিল। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা। অভিযানের সময়ে পথকুকুরেরা যাতে ডাকাডাকি না করে, সে দিকে সজাগ নজর ছিল বাহিনীর। ওসমানকে খুঁজে বার করার সময় পথকুকুরদের শান্ত রাখা ছিল বাহিনীর অন্যতম একটি চ্যালেঞ্জ। কারণ, কুকুর ডাকাডাকি করলে ওসমানের সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল, খানিয়ারে আত্মগোপন করে রয়েছেন ওসমান। শ্রীনগরের এই অঞ্চলটি বেশ ঘন বসতিপূর্ণ। সে ক্ষেত্রে সাধারণ মানুষেরা যাতে নিরাপদ থাকেন, সে দিকেও নজর ছিল বাহিনীর। সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব এড়ানোর জন্য অভিযান শুরুর আগে প্রায় ঘণ্টা ধরে পরিকল্পনা চলে বাহিনীর।
এর পর গভীর রাতের দিকে অভিযান শুরু করেন জওয়ানেরা। ওই সময়ে গোটা গ্রাম শান্ত। তখন কোনও কুকুর ডাকাডাকি করলেই ওসমানের মনে সন্দেহ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তাই অভিযান শুরুর সময় জওয়ানেরা সঙ্গে বিস্কুট রেখে দিয়েছিলেন। আশপাশের এলাকায় কুকুরদের শান্ত রাখার জন্য বিস্কুট খাওয়ান তাঁরা। শেষে ওসমানের সম্ভাব্য আস্তানাকে চিহ্নিত করে ৩০টি বাড়ি ঘিরে ফেলেন জওয়ানেরা। অভিযানের একটি পর্যায়ে জঙ্গিনেতাকে খুঁজেও পান তাঁরা। লস্কর নেতার সঙ্গে ছিল একে-৪৭। এ ছাড়া একটি পিস্তল এবং বেশ কিছু গ্রেনেডও ছিল। প্রায় কয়েক ঘণ্টা ওসমান ও অন্য জঙ্গিদের সঙ্গে গুলির ল়ড়াই চলে নিরাপত্তা বাহিনীর। শেষে বাহিনীর গুলিতে মৃত্যু হয় ওসমানের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy