চলন্ত বাইকে ‘রোম্যান্স’! এমনই দৃশ্য ধরা পড়ল ৯ নম্বর জাতীয় সড়কে। এক পথচারী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। তার পর সেটি পুলিশকে ট্যাগ করে টুইট করেন। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমের।
সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন এক তরুণ। আর সেই তরুণের সামনে উল্টো দিকে মুখ করে বসে এক তরুণী। তিনি তরুণকে জাপটে ধরে আছেন। আর সেই অবস্থাতেই বাইক চালাচ্ছিলেন তরুণ। কারওরই হেলমেট ছিল না।
আরও পড়ুন:
#गाजियाबाद में आशिक मिजाज बाइक सवार की वीडियो हुई वायरल इंदिरापुरम के NH 9 का बताया जा रहा है ।
— Akash Kumar (@Akashkchoudhary) June 20, 2023
वो कहते है ना -
"हम तो मरेंगे सनम तुम्हे साथ लेके मरेंगे "
पर
नियम कानून ताक पर रख के ही सफर करेंगे ।@Gzbtrafficpol @uptrafficpolice @sacchayugnews pic.twitter.com/xPmSgzbfmO
যে পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই ধরনের ঘটনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে গাজিয়াবাদ পুলিশকেও ভিডিয়ো ট্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। ভিডিয়োটি পুলিশের কাছে পৌঁছতেই ওই তরুণ-তরুণীর খোঁজ শুরু হয়েছে।
বহু টুইটার গ্রাহক ওই তরুণ-তরুণীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। এক টুইটার গ্রাহক লেখেন, “ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। এখানে কী ভাবে ট্র্যাফিক আইন লঙ্ঘন চলছে দেখুন। কী ভাবে এক বাইকচালকের কোলের উপরে বসে রয়েছেন তরুণী!” বিষয়টি নিয়ে হইচই পড়তেই গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার বলেন, “ভিডিয়োটি ভাল করে পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ইন্দিরাপুরমের পুলিশ আধিকারিককে। তার পর প্রয়োজনীয় পদক্ষেপও করতে বলা হয়েছে।”