তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। সেই মাওবাদী নেতা এবং তার সহযোগীকে শনিবার বিহারের গয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে কিছু অস্ত্রশস্ত্রও। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এমনটাই জানা গিয়েছে বিহার পুলিশ সূত্রে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মাওবাদী নেতার নাম অভিজিৎ ওরফে বনোয়ারি। তাঁর সহযোগীর নাম কুন্দন। বনোয়ারি মাওবাদীদের সেন্ট্রাল জোনের জোনাল কমান্ডার। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি একে-৫৬ রাইফেল, প্রায় একশোটি কার্তুজ এবং আরও কিছু জিনিসপত্র। গয়ার এসএসপি হরপ্রীত কউর জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গয়ার নান্দাই থানার পুলিশ ওই দুই মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে। এর মধ্যে বনোয়ারির মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
-
ক্যাফেতে সাইকেল কেন? হেনস্থা দেবলীনাকে, তৃণমূল নেতার কন্যা সরব হতেই বদলাল নিয়ম
-
বিশ্বকাপের অবসরের মঞ্চে অবশেষে আর্জেন্টিনার ঘরের ছেলে হয়ে উঠলেন মেসি
-
‘আমাদের দলেও চোর আছে’, সহজ স্বীকারোক্তি শোভনদেবের, বললেন, পার্থ অন্যায় করেছেন
-
‘আমাদের দলেও চোর আছে’, সহজ স্বীকারোক্তি শোভনদেবের, বললেন, পার্থ অন্যায় করেছেন
গত বেশ কয়েক বছর ধরে বনোয়ারিকে খুঁজছে বিহার এবং ঝাড়খণ্ড পুলিশ। তার বিরুদ্ধে ৬১টি মামলা রয়েছে দুই রাজ্যে। তাঁর বিরুদ্ধে ২০১৬ সালে অওরঙ্গাবাদে আইইডি বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে। যার জেরে ৭ নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছিল। ধৃতেরা দু’জনেই ঝাড়খণ্ডের পলামৌয়ের বাসিন্দা।