—ফাইল চিত্র।
তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানাননি। জোটই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জানিয়ে দিলেন নীতীশ কুমার। বিহারে নয়া সরকারের মাথায় কার থাকা উচিত, তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে মতান্তর দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে এনডিএ সদস্যদের উপরই সিদ্ধান্ত গ্রহণের ভার ছেড়ে দিলেন নীতীশ।
বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ। সংখ্যার নিরিখে যদিও বিজেপিই (৭৪)এগিয়ে রয়েছে, তবে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। নীতীশের নেতৃত্বেই বিহারে নতুন সরকার গড়া হবে বলে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীও।
তবে মুখ্যমন্ত্রী পদে নীতীশকে বসানোর বিরোধিতা করে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। তাঁদের মতে, এনডিএ-র জয়ে নীতীশ এবং জেডিইউ-এর তেমন কোনও ভূমিকা নেই। তাই নীতীশের পরিবর্তে বিজেপির কোনও নেতাকেই ওই পদে বসানো উচিত।
আরও পড়ুন: বাংলায় আলকায়দার নিশানায় একাধিক রাজনীতিক, বিধানসভা নির্বাচনের আগে সতর্ক করলেন গোয়েন্দারা
আরও পড়ুন: পর পর ‘ইঙ্গিতবহ’ টুইট, এ বার কি শেষ পর্যন্ত সোমেন-পুত্রও মমতার তৃণমূলের পথে
এ নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমে মুখ খোলেন নীতীশ। তিনি বলেন, ‘‘রবিবার দুপুর সাড়ে ১২টায় এনডিএ-র বৈঠক রয়েছে। সব কিছু খতিয়ে দেখে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানিয়ে দেওয়া হবে আপনাদের।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy