Advertisement
E-Paper

এক দিনে ১৯ জনসভা, বাবার রেকর্ড ভাঙলেন লালুপুত্র তেজস্বী

এক দিনে সর্বাধিক জনসভা করে নতুন রেকর্ড গড়লেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব।

নির্বাচনী জনসভায় লালুপুত্র তেজস্বী। ছবি- পিটিআই।

নির্বাচনী জনসভায় লালুপুত্র তেজস্বী। ছবি- পিটিআই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৮:৩৬
Share
Save

এক দিনে সর্বাধিক জনসভা করে নতুন রেকর্ড গড়লেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। একইসঙ্গে ভাঙলেন বাবা লালুপ্রসাদ যাদবের এক দিনে ১৬টি জনসভা করার রেকর্ড। শনিবার তেজস্বী বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ১৯টি সভায় উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল ১৭টি জনসভা ও ২টি রোড শো।

শনিবারে তেজস্বীর প্রথম জনসভাটি ছিল সীতামড়ীর রিগা ব্লকে। সকাল ১০টা ৫ মিনিটে শুরু হয় সেই সভা। ওই দিন তেজস্বী শেষ জনসভাটি করেছেন বৈশালী জেলার বিদুপুর ব্লকে। এর মধ্যে পূর্ব চম্পারন, পশ্চিম চম্পারন, গোপালগঞ্জ, সিওয়ান, ছাপড়া জেলার বিভিন্ন জায়গায় সভা করেছেন। ২টি রোড শো-তেও এ দিন অংশ নিয়েছিলেন তিনি।

নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ-কে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেস ও বিভিন্ন বাম দলের সঙ্গে জোট গড়েছে আরজেডি। সেই ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী। বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে প্রতি দিন গড়ে ১৪ থেকে ১৬টি জনসভা করছেন তেজস্বী। সেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ করছেন ৩ থেকে ৪টি সভা।

এর আগে লালুপ্রসাদ এক দিনে ১৬টি জনসভা করেছিলেন। বাবার সেই রেকর্ড এ দিন ভেঙেছেন ৩১ বছরের তেজস্বী। বিহার বিধানসভার প্রথম দফার ৭১টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া হয়েছে। আগামী ৩ ও ৭ নভেম্বর সেখানে দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১০ নভেম্বর এই নির্বাচনের ফলপ্রকাশ।

আরও পড়ুন: মোদীর ‘যুবরাজ’ কটাক্ষে পাল্টা নিশানা তেজস্বীর

আরও পড়ুন: নীতীশ বিহারে মদ তো বন্ধ, কিন্তু জাহাঙ্গিরের মুদ্রা?

Bihar Assembly Elections Bihar Election 2020 Tejashwi Yadav Public Meeting

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}