জলমগ্ন বেঙ্গালুরু শহর। ছবি: পিটিআই থেকে।
রাতভর বৃষ্টি বেঙ্গালুরুতে। জলমগ্ন প্রায় গোটা শহর। কোথাও হাঁটু-জল। কোথাও পথচারীদের বুক পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। থমকে গিয়েছে জনজীবন। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরছেন শহরবাসী।
সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। কর্নাটক রাজ্য প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সোমবার শহরে ৪৮.৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুর পূর্বে সিভি রমন নগরে। সেখানে সোমবার ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বহু এলাকা জলের নীচে। শহরের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। ঘরবন্দি আবাসিকরা। নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ স্থানে। রাস্তায় পাম্প বসিয়ে জল নিষ্কাশনের চেষ্টা করছে পুরসভা। সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুর স্কুল, কলেজ ছুটি দিয়েছিল কর্নাটক সরকার।
এর মধ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে। কোনও ভিডিয়োও দেখা গিয়েছে, রাস্তা থেকে মাছ ধরেছেন ট্রাফিক পুলিশ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বেঙ্গালুরুতে। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার অন্তর্গত এলাকায় ভারী বৃষ্টি হবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
Come to Bangalore. You get fresh catch in the middle of the road now! pic.twitter.com/uIdTX5jIF7
— Sameer Mohan (@sleepyhead148) August 30, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy