Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ayodhya

রূপার ইট দিয়ে রামমন্দিরের শিলান্যাস করলেন মোদী

অযোধ্যায় নেমে প্রথমে হনুমানগঢ়ী যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর রামলালা দর্শন সারেন।

রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নিজস্ব সংবাদদাতা
অযোধ্যা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ১০:৫৯
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রাম জন্মভূমিতে মন্দিরের ভূমিপূজা শুরু হল। মূল মঞ্চে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং সঙ্ঘপ্রধান মোহন ভাগবত।

এ দিন ৪০ কোজি ওজনের রূপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য আগে থেকেই ৪০ কেজি ওজনের রুপোর ইট রাখা আছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাস সেটি দান করেছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও রূপোর ইট এসে পোঁছেছে।

• বহুবার জানতে চেয়েছি কবে রামমন্দিরের নির্মাণ হবে। এ বার শীঘ্রই কাজ শুরু হবে। এত দিনে ভক্তদের বাসনা পূরণ হবে: নৃত্য গোপালদাস

• আজ গোটা দেশে আনন্দের জোয়ার। বহুদিনের আশা পূরণ হওয়ার আনন্দ এটায়। সবচেয়ে বড় কথা হল। ভারতকে আত্মনির্ভর করে তুলতে যএ আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল, আজ তা অধিষ্ঠিত হতে চলেছে: মোহন ভাগবত

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচারব্যবস্থা গোট বিশ্বকে দেখিয়ে দিল কী ভাবে শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে যে কোনও সমস্যার সমাধান করা যায়: যোগী আদিত্যনাথ

• ভূমিপূজা সম্পন্ন, শুরু হল শিলান্যাসের অনুষ্ঠান, বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ

• নরেন্দ্র মোদীর নামে সঙ্কল্প হচ্ছে রাম জন্মভূমিতে

• রাম জন্মভূমিতে মন্দিরের ভূমিপূজা শুরু, রয়েছেন মোদী-যোগী-ভাগবত

• অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে পারিজাত গাছের চারা রোপণ করলেন মোদী

• রাম জন্মভূমিতে পৌঁছনোর আগে রামলালার দর্শন সারলেন প্রধামন্ত্রী

• মন্দিরের তরফে তাঁকে বস্ত্র ও রুপোর মুকুট উপহার দেওয়া হয়

• রামগঢ়ীতে হনুমান মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর।

• বেলা সাড়ে ১১টায় অযোধ্যায় পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাকেত কলেজের মাঠে তাঁকে স্বাগত জানালেন যোগী আদিত্যনাথ

• ২৯ বছর অযোধ্যায় নরেন্দ্র মোদী

• রাম জন্মভূমিতে এসে পৌঁছলেন বাবা রামদেব,স্বামী অওদেশানন্দ গিরি, চিদানন্দ মহারাজ

ভূমিপূজায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• রাম জন্মভূমিতে এসে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং উমা ভারতী

• সকাল ১০টা বেজে ৩২ মিনিটে লখনউ বিমানবন্দরে পৌঁছলেন নরেন্দ্র মোদী

• সকাল ৯টা বেেজ ৩৫ মিনিটে দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

•উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে কিছু ক্ষণের মধ্যেই

• ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুপুর ১২টায় পৌঁছবেন ভূমিপূজাস্থলে

• মন্দিরের ভূমিপূজা করবেন মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী থেকে আসা পুরোহিত

সাকেত কলেজের মাঠে মোদীকে স্বাগত জানাতে হাজির যোগী।

• হনুমানগড়ি মন্দিরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দিরের তরফে তাঁকে বস্ত্র ও রুপোর মুকুট উপহার দেওয়া হবে।

• ভূমিপূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানমঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

• অনুষ্ঠানমঞ্চে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল

• ৯ নভেম্বর, ২০১৯ দীর্ঘকাল ধরে বিতর্কিত এই জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট

• পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই রামমন্দির নির্মাণের জন্য গঠিত হয় একটি ট্রাস্ট

• সেই ট্রাস্টের তত্ত্বাবধানেই চলবে তিনতলা মন্দির নির্মাণের কাজ, সময় লাগবে সাড়ে তিন বছর

• শুধু মন্দিরটি তৈরিতে খরচ পড়বে প্রায় ৩০০ কোটি টাকা, রাম-লক্ষ্মণ-সীতার মূর্তির খরচ আলাদা

• মন্দির এলাকার অন্যান্য নির্মাণ বা উন্নয়ন কাজ চালাতে আরও হাজার কোটি টাকার মতো খরচ হবে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE