Advertisement
০২ নভেম্বর ২০২৪
Assam

Assam: বুনো হাতির আক্রমণে শিশু-সহ তিন জনের মৃত্যু অসমে

মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটা দল খাবারের সন্ধানে এসেছিল। হাতির আক্রমণে ওই এলাকায় আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে।

খাবারের সন্ধানে হাতিগুলি এলাকায় এসেছিল বলে জানিয়েছে বন দফতর।

খাবারের সন্ধানে হাতিগুলি এলাকায় এসেছিল বলে জানিয়েছে বন দফতর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ০৮:১৮
Share: Save:

বুনো হাতির আক্রমণে এক শিশু-সহ তিন জনের মৃত্যু হল অসমে। সোমবার সকালে অসম-মেঘালয় সীমানায় লখিপুরের কাছে কুরাং গ্রামের ঘটনা।

সংবাদ সংস্থাকে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটা দল খাবারের সন্ধানে এসেছিল। সে সময়ই তাদের সামনে পড়ে প্রাণ যায় ওই তিন জনের। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়শই হানা দিয়ে ঘরবাড়ির ক্ষতি করে বুনো হাতির দল।

গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েছিলেন এক যুবক। গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Assam national news elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE