Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

অসমে শিল্পী সমাজেরও প্রতিবাদ, ময়দানে পাল্টা ২০০ সিএএ-পন্থী আইনজীবী

সিএএ নিয়ে ‘অপপ্রচার’ রুখতে প্রচার চালাতে কোমর কষছেন ২০০ জনেরও বেশি আইনজীবী।

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে অসমও। ছবি: পিটিআই।

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে অসমও। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৭
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই ছড়িয়ে দিতে অনলাইন মঞ্চ ও ওয়েবসাইট তৈরি করেছে অসমের শিল্পী সমাজ। এর পাল্টা সিএএ নিয়ে ‘অপপ্রচার’ রুখতে প্রচার চালাতে কোমর কষছেন ২০০ জনেরও বেশি আইনজীবী। রাজ্য বিজেপির সদস্য ওই আইনজীবীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন হয় গুয়াহাটিতে। এতে নেতৃত্ব দেন প্রদেশ সভাপতি রঞ্জিৎ দাস ও বিজেপির মুখপাত্র তথা আইনজীবী বিজন মহাজন। কর্মশালায় বলা হয়, সিএএ সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। তাই তা নিয়ে রাস্তায় আন্দোলন করা অর্থহীন। এটা মানুষকে বোঝাতে হবে। বোঝাতে হবে, একটি অংশ রাজনৈতিক উদ্দেশে জনতাকে মিথ্যা বলে বিভ্রান্ত করছে। কারণ, সংশোধনীর কোথাও বাইরে থেকে নতুন বাংলাদেশি হিন্দুদের অসমে আশ্রয় বা নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। আইনজীবীরা শহরে ও গ্রামে সিএএ-র আইনি দিকগুলি মানুষের কাছে তুলে ধরবেন।

রঞ্জিৎ দাসের মতে, সিএএ-বিরোধী আন্দোলন ইতিমধ্যেই গণভিত্তি হারিয়েছে। প্রতিবাদসভায় কমেছে মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি। অবশ্য আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ মানতে নারাজ যে আন্দোলনের ব্যাপকতা কমেছে।

অন্য বিষয়গুলি:

Assam CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE