Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Assam

Assam Police: ডিজে লকআপে বর্ষবরণের বিশেষ অনুষ্ঠান! বিনামূল্যে ঢুকলেও বেরনো সহজ নয়

পথদুর্ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৩:৩৫
Share: Save:

বর্ষবরণ উৎসবে মেতে অনেকেই ভুলে যান ট্রাফিক আইনের কথা। মত্ত অবস্থাতেই গাড়ি চালান তাঁরা। এর জেরে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। তা রুখতে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছে অসম পুলিশ। পাশাপাশি বিষয়টি নিয়ে সচেতনতা গড়তে অভিনব প্রচারও করা হয়েছে। মজার ছলে পুলিশের সেই প্রচারের প্রশংসা করছেন অনেকেই।

অসম পুলিশের টুইটার হ্যান্ডল থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয়েছে একটি ছবি। সেখানে লেখা, ‘আমাদের অতিথি হওয়ার চেষ্টা করবেন না।’ তার নীচে লেখা, ‘ডিজে লকআপ-এর বিশেষ অনুষ্ঠানে বিনামূ্ল্যে প্রবেশাধিকার পাবেন মত্ত চালক, আইন ভাঙা চালকরা।’ ‘কপকেক’ ছাড়াও কী খাবারের ব্যবস্থা থাকবে তারও উল্লেখ রয়েছে।

পথদুর্ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পুলিশের পোস্ট করা ছবি শেয়ার করে অসমবাসীর উদ্দেশে বলেছেন, ‘নতুন বছরের প্রাক্কালে সকলের কাছে আমার আবেদন বছরের শেষ দিন যেন দুর্ঘটনার জন্য স্মরণীয় না হয়।’

অসম জুড়ে পথদুর্ঘটনা কমাতেই এই উদ্যোগ নিয়েছে সে রাজ্যের পুলিশ। সে রাজ্যের পরিবহণ দফতরের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৬ হাজার ৭৪৫টি পথদুর্ঘটনা ঘটেছে অসম জুড়ে। এই দুর্ঘটনায় ২ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫ হাজার ২৫২ জন আহত হয়েছেন। গত বছর বর্ষবরণের রাতে সে রাজ্যে প্রাণ হারিয়েছিলেন ২৯ জন।

অন্য বিষয়গুলি:

Assam police Road safety Year End Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy