যে দিকে চোখ যায়, শুধু জল আর জল। কোনটা রাস্তা, কোনটা নদী বুঝে ওঠা দায়। কোথাও কোমরসমান তো, কোথাও আবার বুক এবং গলাসমান জল। গত কয়েক দিন ধরে অসমের সর্বত্র একই ছবি ধরা পড়েছে। বন্যার সঙ্গে যুঝতে থাকা অসমে উঠে এল এক হৃদয়বিদারক ছবি!
বাড়িতে বুকসমান জল। আসবাব সরানোর সুযোগ হয়নি। কিন্তু প্রাণে বাঁচতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এমনই একটি ছবি ধরা পড়ল ‘পিতৃ দিবসে’। জলের তলায় চলে গিয়েছে শিলচরের বহু ঘর। তেমনই একটি ঘর থেকে সদ্যোজাতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ছবি।
Heartwarming picture from Silchar Floods!
— Sashanka Chakraborty (@SashankGuw) June 21, 2022
This video of a father crossing the waters with his newborn baby in Silchar reminds of Vasudeva crossing river Yamuna taking newborn Bhagwan Krishna over his head!
Everyday is Father’s Day!@narendramodi @himantabiswa @drrajdeeproy pic.twitter.com/1PEfaiCxA5
শশাঙ্ক চক্রবর্তী নামে এক টুইটার গ্রাহক ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল। ক্যাপশনে শশাঙ্ক লিখেছেন, ‘শিলচরে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক টুকরো মন ছুঁয়ে যাওয়া ছবি। এই দৃশ্যই শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার করার বাসুদেবের সেই দৃশ্যকে যেন চোখের সামনে ভাসিয়ে তুলছে।’
অসমে বন্যায় ইতিমধ্যেই ৪৭ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮২ জনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy