‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
এ বার রাহুল গান্ধীর দাড়ি নিয়ে খোঁচা দিল বিজেপি। গুজরাতে ভোট প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কটাক্ষ, মহাত্মা গান্ধী নয়তো সর্দার পটেলের মতো দেখতে লাগা উচিত ছিল রাহুলকে। বদলে এখন সাদ্দাম হুসেনের মতো দেখতে হয়ে গিয়েছেন রাহুল।
‘ভারত জোড়ো যাত্রা’য় বেরিয়েছেন রাহুল। দক্ষিণের রাজ্যগুলিতে এখন পদযাত্রা করছেন কংগ্রেস সাংসদ। মুখে দাড়ি। ঢিলেঢালা পোশাক। সেই নিয়ে ভোটপ্রচারে নেমে কটাক্ষ করলেন শর্মা। তাঁর কথায়, ‘‘রাহুলজি, আপনার মুখটা এমন হওয়া উচিত, যেখানে মানুষ মহাত্মা গান্ধী এবং সর্দার পটেলের প্রতিকৃতি দেখতে পাবেন। সাদ্দাম হুসেনের নয়।’’
শুক্রবার হিমাচল প্রদেশের ভোট প্রচারে রাহুলের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন হিমন্ত। কচ্ছে ভোট প্রচারে গিয়ে বলেন, ‘‘এখন গুজরাতে ভোট, রাহুল দক্ষিণে ঘুরে বেড়াচ্ছেন। যখন হিমাচল প্রদেশে ভোট ছিল, রাহুল কেরলে ছিলেন। উনি আসলে ড্রেসিং রুমের বাইরে বেরোতেই চান না। খেলতেই চান না।’’ তিনি এ-ও বলেন, ‘‘ভারতের ইতিহাস নিয়ে কিছুই জানেন না রাহুল। বীর সাভারকারকে নিয়ে যা কথা বলেছেন, তা থেকেই তাঁর ভাব স্পষ্ট। তিনি দেশ-বিরোধী, হিন্দু-বিরোধী।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy