অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (বাঁ দিকে), শশী তারুর (ডান দিকে)। — ফাইল ছবি।
কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও লেগে গেল বিজেপির সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেসি হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি সভাপতি ভোটে অন্যতম প্রার্থী শশী তারুরকে কটাক্ষ করে বলেছিলেন, যে এক হাজার জন সাহসী কংগ্রেসি শশীকে ভোট দিয়েছেন, তাঁরা আগামী দিনে বিজেপিতেই যোগ দিতে চলেছেন। এ বার তার পাল্টা এল কেরল থেকে। শশী বললেন, ‘‘বুকে সাহস থাকলে বিজেপিতে কেউ যায়!’’
গোলমালের সূত্রপাত শনিবার। অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কংগ্রেসের তথাকথিত সভাপতি নির্বাচনের ঢের আগেই ফল জানা হয়ে গিয়েছিল। আমি বলতে চাই, কংগ্রেসে গণতান্ত্রিক মানসিকতার মানুষ আছে মাত্র সেই হাজার জন, যাঁরা সাহস দেখিয়ে শশী তারুরকে ভোট দিয়েছিলেন। আমি জানি খুব দ্রুত তাঁরা সবাই বিজেপিকে যোগ দেবেন।’’ তারই পাল্টা জবাব দিয়েছেন শশী। তিনি বলেন, ‘‘বুকে সাহস থাকলে বিজেপিতে কেন যোগ দিতে যাবেন! যাদের লড়াই করার সাহস নেই তাঁরাই বরং বিজেপিতে যোগ দেবেন।’’ প্রসঙ্গত, হিমন্ত দীর্ঘ দিন কংগ্রেসে ছিলেন। কিন্তু হাওয়া বদলের আঁচ করে তিনি শিবির বদলে বিজেপিতে চলে যান। পরবর্তী কালে তাঁকেই অসমের মুখ্যমন্ত্রী করে বিজেপি। এই প্রেক্ষিতে শশীর কটাক্ষে সরাসরি বিদ্ধ হয়েছেন একদা কংগ্রেসি হিমন্ত।
In Congress' so called internal elections, the result was known & declared even before counting of votes. The only democratic people in Congress were the 1,000 delegates who showed courage by voting for Shashi Tharoor. I expect them to join BJP soon: Assam CM HB Sarma
— ANI (@ANI) November 12, 2022
(File pic) pic.twitter.com/PdASVd48NT
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ছিল কংগ্রেসের সভাপতি নির্বাচন। তাতে মুখোমুখি লড়াই সীমাবদ্ধ ছিল শশী তারুর এবং মল্লিকার্জুন খাড়্গের মধ্যে। গত প্রায় আড়াই দশকের মধ্যে এই প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচন হল, যেখানে গান্ধী পদবির কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছন না। ভোটবাক্স খুললে দেখা যায়, শশী পেয়েছেন ১,০৭২টি ভোট। সেখানে খাড়্গে পান ৭,৮৯৭টি ভোট। হিমন্ত মূলত শশীর প্রাপ্ত ভোটের দিকেই ইঙ্গিত করেই ওই মন্তব্য করেছিলেন। পাল্টা শশী হিমন্তকে তাঁর অতীত মনে করিয়ে দেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy