Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Ram Temple

প্রধানমন্ত্রীহিসাবে রামমন্দিরের ভূমিপূজায় গেলে মোদী ধর্মনিরপেক্ষতার শর্ত ভাঙবেন: ওয়েইসি

৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠান। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকেও।

আসাদুদ্দিন ওয়েইসি ও নরেন্দ্র মোদী।

আসাদুদ্দিন ওয়েইসি ও নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৫:২৭
Share: Save:

আগামী মাসের প্রথম সপ্তাহেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। ভূমিপূজা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তা নিয়েই প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। মোদী ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করেন তিনি।

৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠান। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকেও। এ নিয়েই ওয়েইসি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ‘‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসাবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসাবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসাবে যান তা হলে তা দেশের সংবিধানের মূল ভিত্তি, ধর্মনিরপেক্ষতা রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’’ তাঁর মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি।

ওয়েইসির মতে রামমন্দির ইস্যুটাই বিভাজনমূলক। তাঁর মতে, করোনা পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা আইন পর্যন্ত কার্যকর করা হয়েছে। তিনি আরও বলছেন, এমন পরিস্থিতিতে যদি প্রধানমন্ত্রী গিয়ে কোনও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তা হলে দেশের সব ধর্মস্থানই ভক্তদের জন্য খুলে দেওয়া উচিত। হিন্দুত্বূবাদী শক্তি কাশী এবং মথুরার মসজিদেও মন্দির নির্মাণ করতে চাইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওয়েইসি

আরও পড়ুন: রাষ্ট্রপতির হস্তক্ষেপ চায় কংগ্রেস, অধিবেশন নিয়ে রাজ্যপাল-গহলৌত সঙ্ঘাত জারি

সুপ্রিম কোর্ট মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পর ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট গঠন করে কেন্দ্র। তাদের তত্ত্বাবধানেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়। তার কিছু দিনের মধ্যেই নির্মাণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও, করোনা সঙ্কটে সেই কাজ থমকে যায়। সম্প্রতি দেশ জুড়ে আনলক পর্ব শুরু হওয়ায় বিষয়টি নিয়ে শনিবার জরুরি বৈঠক করে ওই সংগঠন। সেখানেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: বছরের শেষেই হাতে আসবে করোনার টিকা? আশা জাগাচ্ছে দুই মার্কিন সংস্থা

অন্য বিষয়গুলি:

Ram Temple, Rammandia Asaduddin Owaisi Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy