Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Citizenship Amendment Act

৭০ বছর পরেও মর্যাদার জন্য লড়তে হচ্ছে মুসলিমদের, তোপ ওয়েইসির

ঐক্যবদ্ধ ভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা এমআইএম প্রধানের।

ফের মোদী সরকারকে তোপ ওয়েইসির। —ফাইল চিত্র।

ফের মোদী সরকারকে তোপ ওয়েইসির। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৪
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, শুধু মুসলিমরাই নন, সমস্ত দেশবাসীর উপর এই আইনের প্রভাব পড়বে। তাই ঐক্যবদ্ধ ভাবে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে দেশব্যাপী আন্দোলনের মধ্যে শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)-এর সদর দফতরে বিশেষ বৈঠক ডেকেছিল ইউনাইডেট মুসলিম অ্যাকশন কমিটি।

সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওয়েইসি। তিনি বলেন, ‘‘লাইনে দাঁড়িয়ে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে কেন? এই মাটিতে জন্মেছি আমি। এই দেশেরই বাসিন্দা। তার পরেও ১০০ কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হবে। প্রমাণ দিতে হবে নাগরিকত্বের। এটা শুধুমাত্র মুসলিমদের সমস্যা নয়, বরং প্রত্যেক ভারতবাসীর সমস্যা। মোদীভক্তদের বলে রাখি, কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরও কিন্তু লাইনে দাঁড়াতে হবে!’’

দেশভাগের সময় ভারতে থেকে গেলেও, স্বাধীনতার ৭০ বছর পরও ভারতে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয় বলেও অভিযোগ তোলেন ওয়েইসি। তিনি বলেন, ‘‘জিন্নার দ্বি-জাতি তত্ত্ব প্রত্যাখ্যান করে দেশভাগের সময় এ দেশেই থেকে গিয়েছিলেন ভারতীয় মুসলিমরা। আঘাত নয়, সর্বতোভাবে এই দেশকে রক্ষা করতেই লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। তা সত্ত্বেও স্বাধীনতার ৭০ বছর পরেও মর্যাদার জন্য লড়াই করতে হচ্ছে ভারতীয় মুসলিমদের। সকলের সন্দেহ দূর করতে হচ্ছে।’’

ওয়েইসি আরও বলেন, ‘‘বলা হচ্ছে, পৃথিবীতে আরও অনেক মুসলিম দেশ রয়েছে। সেখানে চলে যান। কেন যাব? আপনারা যান দেখি! ভারতে জন্মেছি আমি। ভারতকেই ভালবাসি। তাই এই দেশ নিয়েই যাবতীয় মাথাব্যথা আমার। গুলি চালানোর হলে চালান। আপনাদের গুলি ফুরিয়ে যাবে। কিন্তু ভারতের প্রতি আমার ভালবাসা ফুরোবে না।’’

দেশের সংবিধানকে রক্ষা করতে সিএএ এবং এনআরসি-এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাতে সকলকে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতেও আর্জি জানান ওয়েইসি।

অন্য বিষয়গুলি:

Citizenship Amendment Act Asaduddin Owaisi BJP Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy