সোমবারও মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) তলবে সাড়া দিলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। হাজিরা না দেওয়ার কারণ হিসেবে এনসিবি-কে জানান, ‘জ্বরে ভুগছেন’ তিনি।
রবিবারও এনসিবি দফতরে হাজিরা দেননি আরিয়ান। এনসিবি-কে তিনি জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনার মতো উপসর্গ দেখা দিয়েছে। সেই সঙ্গে হাজিরার তারিখও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।
আরও পড়ুন:
রবিবার আরিয়ানের পাশাপাশি তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে তলব করেছিল তদন্তকারী সংস্থা। সম্প্রতি আরিয়ান মামলার তদন্ত প্রক্রিয়া থেকে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দিয়েছে এনসিবি। নিযুক্ত করা হয়েছে নতুন তদন্তকারী দল। এনসিবি সূত্রে খবর, নিয়ম অনুযায়ী নতুন তদন্তকারী দল নিযুক্ত হওয়ার পর নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেই কারণেই আরিয়ানকে ডেকে পাঠিয়েছিল এনসিবি।